নজরে পুরসভা নির্বাচন, নয়া ‘টনিকে’র প্রস্তুতি পিকে’র

কলকাতা: হিসাব বলছে, কলকাতা পুরসভা ভোট এখনও ছয় মাস বাকি৷ কিন্তু তার আগেই দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে তৃণমূল৷ সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসে গাইডলাইন প্রস্তুতি ভোট কৌশলী প্রশান্ত কিশোরের৷ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের বর্ধিত কর্মসমিতির বৈঠক থেকে শুরু করে জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশেও হাজির ছিলেন তিনি৷

নজরে পুরসভা নির্বাচন, নয়া ‘টনিকে’র প্রস্তুতি পিকে’র

কলকাতা: হিসাব বলছে, কলকাতা পুরসভা ভোট এখনও ছয় মাস বাকি৷ কিন্তু তার আগেই দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে তৃণমূল৷

সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসে গাইডলাইন প্রস্তুতি ভোট কৌশলী প্রশান্ত কিশোরের৷ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের বর্ধিত কর্মসমিতির বৈঠক থেকে শুরু করে জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশেও হাজির ছিলেন তিনি৷ জানা গিয়েছে, প্রশান্তের পরামর্শে এবার তিন বিধানসভা উপনির্বাচনে এলাকাভিত্তিক তৃণমূল প্রার্থীদের সমর্থনে পৃথক ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল৷ কিন্তু এবার সরাসরি পুরসভার কাউন্সিলর পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ক্লাস নিতে চলেছেন প্রশান্ত কিশোর৷

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় জয় হিন্দ ভবনে কলকাতা পুরসভার ১১৪ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসতে চলেছে দলের শীর্ষ নেতৃত্ব৷ থাকবেন তৃণমূলের পুরো দলের রাজ্য সভাপতি তথা মন্ত্রী ফিরহাদ হাকিম৷ রুদ্ধদ্বার ওই বৈঠকে এপ্রিল-মে মাসে কলকাতা পুরসভা ভোটের রুট ম্যাপ চিহ্নিত করে দেওয়া হবে বলে খবর৷ ওই বৈঠকে প্রশান্ত কিশোর ভোটের ৬ মাসের কর্মসূচি ও দায়িত্ব-কর্তব্য নির্দিষ্ট করে দেবেন বলে সূত্রের খবর৷ মুখ্যমন্ত্রী উন্নয়ন কর্মসূচি ও পুরসভার পরিষেবা সামনে রেখে এপ্রিলের শেষে কলকাতা ভোট সম্পন্ন করে ভালো ফল করতে চাইছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =