India Census 2024: অবশেষে সামনের মাসেই শুরু জনগণনা! জল্পনা তুঙ্গে

India Census 2024 ১৩ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা। একাধিক সর্বভারতীয়…

India Census 2024

India Census 2024

১৩ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এ খবর সামনে এসেছে। ২০১১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ সরকারের আমলে শেষবার দেশ জুড়ে জনগণনা হয়েছিল। অর্থাৎ কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে জনগণনা আর হয়নি। এবার তা শুরু হতে চলেছে বলে খবর। সেপ্টেম্বর মাসে জনগণনা সংক্রান্ত কাজ শুরু হওয়ার পর দেড় বছর ধরে তা চলবে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে জনগণনা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। (India Census 2024)

Population data collection

নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়ে থাকে। ‌ কিন্তু ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। ২০২৩ সালে জনগণনা সংক্রান্ত কাজ শুরু হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত থমকে গিয়েছিল। ওয়াকিবহাল মহল মনে করে সম্ভবত চব্বিশের লোকসভা নির্বাচন সামনে ছিল বলেই শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত করা যায়নি।

Delayed Census process

বিশেষজ্ঞ মহল মনে করছে প্রকৃত জনসংখ্যা সংক্রান্ত তথ্য না থাকায় সমস্যায় পড়ছেন প্রশাসনিক আধিকারিকরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জনগণনা প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরে শুরু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছে বলে খবর। এখন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে এই প্রক্রিয়া শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে জনগণনা। এ ব্যাপারে কেন্দ্র থেকে সবুজ সংকেত আসার পরই প্রত্যেকটি রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনা কাজের সঙ্গে যুক্ত কর্মীরা।

India Census

উল্লেখ্য ভারত গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চিনকে পিছনে ফেলে দিয়েছে বলে জাতি সংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪০ কোটি বলা হয়ে থাকে। তবে সেটি কিসের ভিত্তিতে বলা হয় তার কোনও সুনিদিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে বিশেষজ্ঞ মহলের মতে জনসংখ্যার ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে শতাংশ হারের নিরিখে এই সংখ্যা বলা হচ্ছে। তবে বাস্তবে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা বোঝা যাবে পরবর্তী জনসংখ্যা প্রক্রিয়া শেষ হওয়ার পরেই।

India  population data

এই পরিস্থিতিতে ২০২৬ সালে এই সংক্রান্ত রিপোর্ট সামনে আসার পর ভারতের জনসংখ্যা কত হবে সেটি জানা যাবে। উল্লেখ্য ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় ১২৫ কোটি। তা এখন ১৫ কোটি বেড়েছে বলে নানা মহল থেকে দাবি করা হচ্ছে। তবে কি ২০২৬ সালে যখন জনগণনা সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সামনে আসবে, অর্থাৎ ১৫ বছরের ব্যবধানে ফের জনসংখ্যা কত তা সুনির্দিষ্ট ভাবে জানা যাবে, তখন কি সংখ্যাটি ১৫০ কোটি ছাড়িয়ে যাবে? এই চর্চা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

 

আরও পড়ুন-

ফের দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিষেক? কার্যত ছন্দহীন তৃণমূল!

ঘরে বাইরে প্রবল চাপে তৃণমূল! এসব সামলানো যাবে তো?

কোন রাজ্যে কোন সরকার রয়েছে তা দেখেই হবে প্রতিবাদ? তাই ওঁরা চুপ?

প্রতিবাদীদের ভিড়েই বিধানসভার অঙ্ক! হিসেব কঠিন আবার সোজাও, উত্তর মেলাবে জনগণ

Politics: India’s long-awaited Census set to begin in September after a 13-year delay. The population data collection will span 18 months, with the final report due in March 2026. Discover the implications and updates as India reopens its Census process after over a decade.