ইসরায়েলের উপর পালটা মিসাইল হানা ইরানের, সতর্কতায় বাজছে সাইরেন

ভয়াবহ আকার নিচ্ছে ইরান ও ইজরায়েলের যুদ্ধ। শুক্রবার ইসরায়েল জুড়ে সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের এয়ারস্ট্রাইকের পর কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।কিছু ক্ষেপণাস্ত্র…

ভয়াবহ আকার নিচ্ছে ইরান ও ইজরায়েলের যুদ্ধ। শুক্রবার ইসরায়েল জুড়ে সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের এয়ারস্ট্রাইকের পর কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে আঘাত হানে। এর ফলে ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা ঘটে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সুস্পষ্ট নয়।

শনিবার স্থানীয় সময় ভোর ৪:৩০ টে নাগাদ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়, ইরান হামলা চালিয়েছে। সতর্কতার জন্য সাইরেন বাজনো হয়েছে। ইসরায়েলিরা বর্তমানে উত্তর ইসরায়েলে আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে। প্রথম দফায়, ইরান থেকে দুটি আক্রমণে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এর বেশিরভাগ আঘাতই প্রতিহত করতে পেরেছে ইসরায়েলের। তাদের আয়রন ডোম নামে পরিচিত একটি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এর সাহায্যেই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গিয়েছে।

এর পর আরও কয়েক ডজন মিসাইল হানা হয়েছিল। কিন্তু সেগুলিও বাধা দেওয়া সম্ভব হয়েছে বলে ইজরায়েলের তরফে খবর। ইরানের ব্যালেস্টিক মিসাইল হামলার পর ইজরায়েলের তেল আবিবে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন যে,মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে।