শেষ হয়ে যাচ্ছে লেবানন? (Israel Hezbollah Conflict Explained)
দিল্লি: একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে লেবানন? গাজার মতো পরিস্থিতি হবে নাতো? লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, তার মধ্যেই ইসরাইল নিজেদের ক্ষমতা জাহির করছে লেবাননে। নেতানিয়াহুর সেনা গোটা মধ্যপ্রাচ্যকে কি শ্মশান করে দেবে?
আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়। ইসরাইল যা করছে তাতে গোটা বিশ্ব ভয়ে কাঁটা। গাজাকে তছনছ করার পাশাপাশি এখন নেতা নেয়া হোক সেনাবাহিনীর সফট টার্গেট লেবানন। কিন্তু হিজবুল্লার এত পাওয়ার, সেসব কেন কোথায়? বিবিসির রিপোর্টে তো মারাত্মক আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অলরেডি সেখানে সবচেয়ে বড় বাস্তুচ্যুত হওয়ার নজির ঘটে গেছে।
বিচ্ছিন্ন অংশ হয়ে বেঁচে থাকবে! (Causes of the Conflict)
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি কী বলেছেন? জানেন? ইসরাইলের ব্যাক টু ব্যাক বিমান হামলার কারণে লেবানন জুড়ে দশ লক্ষের মতো মানুষ অলরেডি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। অনেকেই বলছেন, ইসরাইল যখন গাজায় অ্যাটাক করেছিল তখন ও পরিস্থিতি ঠিক এমনই হয়েছিল। তাহলে কি গাজার মতই একটা বিচ্ছিন্ন অংশ হয়ে বেঁচে থাকবে বিশ্বের বুকে লেবানন?
ইসরাইল যা করছে, এখনো পর্যন্ত লেবানন তার এক সিঁকি ভাগও অ্যাকশন নেয়নি। ভাবতে পারছেন? এক সপ্তাহে হত হিজবুল্লার সাত সাতজন কমান্ডার। হিজবুল্লার মাথা হাসান নাসারাল্লাহরও মৃত্যু হয়েছে! হিজবুল্লার এত পাওয়ারফুল অস্ত্রশস্ত্র, এত ট্রেইন্ড দক্ষ যোদ্ধা, তারা কি এর প্রতিশোধ নেবে না? যখন লেবানন প্রায় তছনছ হয়ে যাচ্ছে, তখন আবার খবর এলো লেবাননে হিজ়বুল্লা ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইহরাইল। এই হামলায় কমপক্ষে ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য দফতর। আহত হয়েছেন সাড়ে ৩০০ রও বেশি মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
প্রত্যাঘাতের পথে হাঁটতে চাইছে ইসরাইল (Current Tensions and Ceasefire Efforts)
গাজার হামাস দিয়ে শুরু হয়েছিল যুদ্ধের। এখন ইজরাইলের টার্গেটে লেবাননের হিজবুল্লার পাশাপাশি ইরানের মদতপুষ্ট আর এক সশস্ত্র গোষ্ঠী, ইয়েমেনের হুথিও। ইজ়রায়েলি সেনা জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা শহরে হুথি নিয়ন্ত্রিত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্রবন্দরে হামলা চালানো হয়েছে। সপ্তাহখানেক আগে ইজ়রায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথি। ঠিক সেই সময়ই আমেরিকা সফর শেষ করে ওই বিমানবন্দরে অবতরণ করেন নেতানিয়াহু। তবে তাঁকে নিরাপদেই বিমানবন্দর থেকে বার করে আনা হয়। মনে করা হচ্ছে হুথির বিরুদ্ধে এ বার প্রত্যাঘাতের পথে হাঁটতে চাইছে ইসরাইল।
এক সময় বলা হয়েছিল যে “হ” এর চক্রব্যূহে আটকে যাচ্ছে ইসরাইল। এখন সেই হামাস, হুথি, হিজবুল্লাদেরই কার্যত কোণঠাসা করে দিচ্ছে ইসরাইলি সেনা।
লেবাননের বুক থেকে মহাবিপর্যয়ের রেশ.. (Regional Implications and International Response)
তাহলে কি গাজা, লেবাননের বুক থেকে মহাবিপর্যয়ের রেশ কাটবে না কোনদিন? সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এইভাবে যুদ্ধ চলতে থাকলে গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়বে। মনে আছে সেই কথাটা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেয়া হোক আর দেশবাসীকে ঠিক কোন প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলেন হামাসের হামলার জবাবে ইসরাইল যে প্রতিক্রিয়া দেখাবে তা গোটা মধ্যপ্রাচকে বদলে দেবে। কিন্তু এটা ভুলে গেলে তো চলবে না শুধু হামাস নয় তার সাথে হাত মিলিয়ে ছিল হিজবুল্লাহ হুথি ও। আর এখনই চাই যা করছে তাতে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে আগামী বহু প্রজন্মকে এই অ্যাটাক তাড়া করে ফিরবে।
আরও পড়ুন..
হিজবুল্লাহর গেরিলা বাহিনীর আলাদা তাকত, মাটির নীচে আস্তানা! ছুঁলেই বিপদ
ইলিশ কূটনীতি! ইউনূসের সঙ্গে গোপন ডিল মোদীর?
World – Israel Hezbollah Conflict Explained : Explore the complex history and current tensions of the Israel-Hezbollah conflict. Understand the causes, key events, and regional implications of this ongoing Middle East conflict.