ভারত কি ট্রাম্পকে ভরসা করে? মুখ খুললেন জয়শঙ্কর

নয়াদিল্লি: তবে কি ভারত-আমেরিকা দ্বন্দ্ব প্রকাশ্যে? সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সমর্থনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান মানতে পারছে না ভারত। এনিয়ে বিদেশমন্ত্রী এস…

নয়াদিল্লি: তবে কি ভারত-আমেরিকা দ্বন্দ্ব প্রকাশ্যে? সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সমর্থনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান মানতে পারছে না ভারত। এনিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের লক্ষ্য হল আমেরিকার সাথে সম্পর্ক উন্নত করা। কারণ এতে ভারতের স্বার্থ রক্ষা হবে। ইউরোপে তাঁর সফর চলাকালীন সময়ে তিনি সতর্ক করে বলেছিলেন যে সন্ত্রাসবাদকে যদি উপেক্ষা করা হয় তবে তারা আবারও তাদের তাড়া করবে।

জয়শঙ্কর বলেন, “আমি বিশ্বকে যেমন দেখি তেমনই গ্রহণ করি। আমাদের লক্ষ্য হল আমাদের স্বার্থ রক্ষাকারী প্রতিটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। ভারত-মার্কিন সম্পর্ক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তিত্ব X বা রাষ্ট্রপতি Y সম্পর্কে নয়।” ভারত কি ট্রাম্পকে বিশ্বাস করে? এই প্রশ্নও তাঁকে করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল পহেলগাম সন্ত্রাসী হামলা এবং পরবর্তী সামরিক সংঘাত সম্পর্কেও। জয়শঙ্কর তখন পাকিস্তানে ওসামা বিন লাদেনের উপস্থিতির কথা স্মরণ করান। বলেন, কেন লাদেন পশ্চিম পয়েন্টের ঠিক পাশেই, একটি পাকিস্তানি সামরিক শহরে বছরের পর বছর ধরে নিরাপদ বোধ করেছিলেন। “আমি চাই বিশ্ববাসী বুঝতে পারুক – এটি কেবল ভারত-পাকিস্তান সমস্যা নয়। এটি সন্ত্রাসবাদ সম্পর্কিত সমস্যা। এই সন্ত্রাসবাদ অবশেষে আপনাকে তাড়া করবে।” ব্রাসেলসে ইউরাঅ্যাক্টিভকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি।

রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়েও বলেন মন্ত্রী। জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক মধুর। বলেন, প্রতিটি দেশই তাদের নিজস্ব অভিজ্ঞতা, ইতিহাস এবং স্বার্থ বিবেচনা করে।