কলকাতা: রাজ্য সরকার কী এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে? স্বাস্থ্য ভবনের একটি নির্দেশিকার জেরে এই জল্পনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে রাজ্য কিছুই স্পষ্ট করেনি। (Junior Doctors Strike West Bengal)
সুপ্রিম নির্দেশ (Junior Doctors)
ঘটনা হল সুপ্রিম কোর্ট গত সোমবার স্পষ্ট নির্দেশে জানিয়েছিল, মঙ্গলবারের মধ্যে জুনিয়র চিকিৎসকরা যদি কাজে যোগ না দেন তাহলে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করলে সেখানে শীর্ষ আদালতের কিছু করার থাকবে না। কিন্তু মঙ্গলবার তো দূরের কথা, বৃহস্পতিবারেও জুনিয়র চিকিৎসকরা কেউ কাজে যোগ দেননি। এই আবহের মধ্যে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দফতর সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের একটি নির্দেশিকা পাঠিয়ে জানতে চায়, সংশ্লিষ্ট কলেজগুলিতে মোট কত জন জুনিয়র চিকিৎসক কাজ করছেন না।
সিনিয়র চিকিৎসকদের কড়া প্রতিক্রিয়া (West Bengal)
দুপুর দু’টোর মধ্যে সেই পরিসংখ্যান দিতে বলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। আর তাতেই জল্পনা শুরু হয় যে, তবে কি সেই তালিকা তৈরি করে তার ভিত্তিতে কাজে যোগ না দেওয়া জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য? এই নির্দেশিকা সামনে আসার পরেই সিনিয়র চিকিৎসকরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধেও যদি রাজ্য পদক্ষেপ করে তাহলে তাঁরাও তখন কর্মবিরতি শুরু করবেন। আর সেটা হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে বিভিন্ন সরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বিঘ্নিত হচ্ছে। কিছুদিন আগেই জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য সামনে আসে। সেই মন্তব্যে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে কিছুটা হলেও হুঁশিয়ারি ছিল বলে অনেকেই মনে করেন। যে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। যদিও সেই বিষয়টি নিয়ে বিতর্ক বেশি দূর গড়ায়নি।
স্বাস্থ্য দফতর হঠাৎ কেন এমন নির্দেশিকা
কিন্তু বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দফতর হঠাৎ কেন এমন নির্দেশিকা জারি করল তা নিয়ে প্রশ্ন উঠবে এটাই তো স্বাভাবিক। আর তখন থেকেই বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনা ভেস্তে যাওয়ার পর আন্দোলনকারীরা ফের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন। নিজেদের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। তাই আগামী দিনে গোটা বিষয়টি কোন দিকে গড়ায় সেটাই দেখার।
আরও পড়ুন-
জুনিয়র চিকিৎসকদের এই মোক্ষম প্রশ্নের আদৌ কোনও জবাব আছে নবান্নের?
বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়, মমতার রাতের ঘুম কেড়ে নিয়েছেন সাধারণ মানুষ!
তিনি জননেতা নন, তবুও জহর বিদ্রোহে কেন অস্বস্তিতে পড়ল তৃণমূল?
বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ! উঠছে বহু প্রশ্ন, উত্তর আছে স্বাস্থ্য দফতরের?
পুজো মণ্ডপের বাইরে কোন দায়িত্বে থাকবেন বিজেপি নেতাকর্মীরা? সাড়া দেবে বাংলার জনতা?
রিজওয়ানুরের পর আরজিকর কাণ্ড, ফের কলকাতা পুলিশের ভূমিকায় উঠল প্রশ্ন!
কোন অঙ্কে সুখেন্দু শেখরের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া কঠিন তৃণমূলের কাছে?
আরজি কর-কাণ্ড: ‘বেসুরো’ শাসক ঘনিষ্ঠ কবি সুবোধ! বিলম্বিত সু-বোধ?
Politics: The West Bengal government may take action against striking junior doctors following a Supreme Court directive. A new health department order has sparked speculation about possible consequences for doctors refusing to return to work. Will Bengal act soon?