নতুন নির্দেশিকা লালবাজারের
শহর কলকাতার নিরাপত্তা ইস্যুতে নতুন নির্দেশিকা জারি করেছে লালবাজার। যে নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্দেশিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। (Kolkata Police Directive Controversy)
কী নির্দেশিকা জারি করেছে লালবাজার? কলকাতা পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশ্য রাস্তায় তলোয়ার, বন্দুক, লাঠি, ভারী অস্ত্র নিয়ে ঘোরা যাবে না। এমনটা কেউ করলে তাঁর বিরুদ্ধে কড়া আইনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
এমন নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কেন জারি করলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে শুভেন্দু লিখেছেন,
“এমন অদ্ভুত নির্দেশিকা কোনও দিন দেখিনি। এই নির্দেশিকার আগে কী কলকাতা শহরে বন্দুক, তরোয়াল, বোমা নিয়ে ঘোরাটা আইনত ছিল? ছয় মাসের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। তাহলে কি তারপর থেকে এগুলো নিয়ে কলকাতায় ঘোরা যাবে?”
তবে শুধু শুভেন্দু কেন, এই নির্দেশিকা নিয়ে নানা মহল থেকে একই প্রশ্ন তোলা হচ্ছে। অনেকেই বিষয়টিকে হাস্যকর বলে দাবি করেছেন।
ওয়াকিবহাল মহলের মতে, আরজিকর কাণ্ডের জেরে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে একের পর এক প্রশ্ন তুলেছে নানা মহল, তাতে চরম অস্বস্তিতে পড়েছে তারা। লাগাতার প্রশ্নের মুখে পড়ে নানা সাফাই দিতে হচ্ছে লালবাজারকে। কিন্তু তা বলে এমন নির্দেশিকা লালবাজার জারি করবে সেটা কিন্তু ভাবা যায়নি। হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় যে ঘোরা যায় না, এটা সকলেই জানেন। সেটি নিঃসন্দেহে বেআইনি কাজ।
একমাত্র পুলিশ বা সমতুল পর্যায়ের ব্যক্তি, অর্থাৎ আইনের রক্ষকরা হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরতে পারেন। সেটা অন্যদের ক্ষেত্রে আগেও বেআইনি ছিল, আগামী দিনেও বেআইনি থাকবে। এর জন্য কী আলাদা করে নির্দেশিকা জারি করে ঘোষণা করাটা দরকার ছিল? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। বলাবাহুল্য বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সব মহলে।
আরও পড়ুন-
আরজি কর আবহে অভিষেককে চিঠি দিয়ে দল ছাড়লেন তৃণমূল নেতা!
আর কতবার আদালতে মুখ পুড়বে রাজ্যের? গুণতে তো ক্যালকুলেটর লাগবে!
জুনিয়র চিকিৎসকদের ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’ মুখ্যমন্ত্রীর!
আরজি করের জেরে চর্চায় নেই বহু নিন্দনীয় ঘটনা! কিন্তু কতদিন?
সত্যিই কি মমতা ‘হিংসা’ ছড়াতে চাইছেন? শাহকে কী অভিযোগ করলেন সুকান্ত?
এ যেন পাহাড় থেকে গড়িয়ে আসা পাথর! দিন দিন তীব্র হচ্ছে আরজি কর আন্দোলন
Politics: Kolkata Police‘s new directive banning weapons in public spaces has sparked controversy, with Suvendu Adhikari raising questions about its necessity. Explore the debate and the reactions from various quarters on this public safety measure.