মিমির ব্যথায় মন্ত্রী অরূপের হাত, নিজেই করলেন শুশ্রূষা!

শিলিগুড়ি: তিনি এবারের তৃণমূলের তারকা প্রার্থী৷ রাজনৈতিক সচেতন যাদবপুরে তৃণমূলের হয়ে টিকিটে লড়ছেন ভোটে৷ তারকা প্রার্থীর হওয়ার সৌজন্য তাঁকে ছুটতে হচ্ছে উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে৷ নিজের প্রচার, কিংবা অন্যের হয়ে প্রচারে ব্যস্ত মিমি৷ আর কাঁচা হতে রাজনীতি নেমে প্রতি মুহূর্তেই খেসারত দিতে হচ্ছে অভিনেত্রীকে৷ মঙ্গলবারও তাঁর ব্যতিক্রম ঘটল না৷ মিমির তীব্র যন্ত্রণায় ম্যাজিকের মতো

মিমির ব্যথায় মন্ত্রী অরূপের হাত, নিজেই করলেন শুশ্রূষা!

শিলিগুড়ি: তিনি এবারের তৃণমূলের তারকা প্রার্থী৷ রাজনৈতিক সচেতন যাদবপুরে তৃণমূলের হয়ে টিকিটে লড়ছেন ভোটে৷ তারকা প্রার্থীর হওয়ার সৌজন্য তাঁকে ছুটতে হচ্ছে উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে৷ নিজের প্রচার, কিংবা অন্যের হয়ে প্রচারে ব্যস্ত মিমি৷ আর কাঁচা হতে রাজনীতি নেমে প্রতি মুহূর্তেই খেসারত দিতে হচ্ছে অভিনেত্রীকে৷ মঙ্গলবারও তাঁর ব্যতিক্রম ঘটল না৷ মিমির তীব্র যন্ত্রণায় ম্যাজিকের মতো কাজ করল মন্ত্রী অরূপের শুশ্রূষা৷

মিমির ব্যথায় মন্ত্রী অরূপের হাত, নিজেই করলেন শুশ্রূষা!মঙ্গলবার শিলিগুড়িতে প্রচারে যান মিনি৷ সঙ্গে ছিলেন অরূপ৷ ইদানিং মিমির সঙ্গেই সমস্ত প্রচারে দেখা যাচ্ছে তাঁকে৷ মন্ত্রী নিজে হাতে শিখিয়ে দিচ্ছেন রাজনীতি৷ প্রচারের কৌশল৷ রাজনীতিতে নেমে বিপদে পড়লেও তিনিই করছেন সমাধান৷ এদিন প্রচারে বেরিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে হাত মেলাতে গিয়ে চোট পান মিমি৷ মুহূর্তেই শুশ্রূষা শুরু করে দেন মন্ত্রী৷ প্রার্থী হাতে ঠাণ্ডা জল ঢেলেও দিতে দেখা যায়৷ হাতে হাত রেখে মিমির ব্যথায় উপশম ঘটনা৷ ম্যাসেজও করে দেন মন্ত্রী৷ মন্ত্রীর হাতের স্পর্শে মুহূর্তে কমে মিমির ব্যথা৷ পরে, ফের হাত নাড়িয়ে শুরু করে প্রচার৷ এদিন শিলিগুড়ি পুরসভা অঞ্চলের ভোট প্রচারের শেষ দলের হয়ে প্রচার করেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ হুডখোলা জিপে দলীয় প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে একাধিক ওয়ার্ডে চলছিল ভোট প্রচার৷ সঙ্গে ছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম দেব৷ আর সেখানেই ঘটে বিপত্তি৷

তবে, প্রচারে বারংবার হাতের ব্যথায় কাবু হতে হয়েছে মিমি চক্রবর্তীকে৷ সোশ্যাল দুনিয়ায় ভাইরালও হয়েছে বেশ কিছু মুহূর্ত৷। প্রচারে গিয়ে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন, যার জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রোষের মুখে পড়েছেন তিনি। নির্বাচনের বাজারে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। ভোটের প্রচারে গিয়ে জনসাধারণের সঙ্গে গ্লাভস পরে হাত মেলাচ্ছেন অভিনেত্রী। বিতর্কের সূত্রপাত এই ছবি থেকেই। নেটিজেনরা বলছেন, যে গ্লাভস পরে সবার সঙ্গে হাত মেলান, তিনি জনপ্রতিনিধি হবেন! এখনই যদি এমন অবস্থা হয় পরে তো তবে এই জনপ্রতিনিধির টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। এমন সব ট্রোলে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ছবির সত্যতা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে এই ছবিটি অনেক পুরনো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =