তৃণমূলের পাশে দাঁড়িয়ে মোদিকে বার্তা মান্নানের

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কেন বাংলায় প্রশ্নপত্র হবে না? গুজরাটি ভাষায় হলে কেন বাদ বাংলা? বাংলা-সহ অন্য ভাষায় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ চিঠিতে বিরোধী দলনেতার দাবি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটি বলেই কী জয়েন্ট বিশেষ সুবিধা? এটা খুবই লজ্জাজনক৷ গুজরাট সরকারের অনুরোধে যদি জয়েন্ট পরীক্ষার প্রশ্নপত্র

তৃণমূলের পাশে দাঁড়িয়ে মোদিকে বার্তা মান্নানের

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কেন বাংলায় প্রশ্নপত্র হবে না? গুজরাটি ভাষায় হলে কেন বাদ বাংলা? বাংলা-সহ অন্য ভাষায় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷

চিঠিতে বিরোধী দলনেতার দাবি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটি বলেই কী জয়েন্ট বিশেষ সুবিধা? এটা খুবই লজ্জাজনক৷ গুজরাট সরকারের অনুরোধে যদি জয়েন্ট পরীক্ষার প্রশ্নপত্র গুজরাটি ভাষায় করা হয়, তাহলে বাংলার সরকার অনুরোধেও পরও কেন বাংলায় প্রশ্নপত্র বাংলায় করা হবে না? কেন বাংলা সরকারের অনুরোধ খারিজ হলে গেল? প্রশ্ন তুলেছেন আব্দুল মান্নান৷

বাংলার রাজনৈতিক বৈরিতা ভুলে জয়েন্ট বিতর্কে তৃণমূলের পাশে দাঁড়াতে কংগ্রেস রাজি বলেও মত বিরোধীদলনেতার৷ জানান, মুখ্যমন্ত্রী আন্দোলনের ডাক দিলে আমরা আন্দোলনে শামিল হব৷ তৃণমূলের পাশে দাঁড়িয়ে মাঠে নামার বার্তা দিলেও শাসসকে খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দলনেতা৷ বলেন, অজ্ঞাত কারণে আমরা মাঝেমধ্যেই দেখি তৃণমূল বিজেপির বিরুদ্ধে সেভাবে কোনও আন্দোলন করছে না৷অভিযোগ ওঠে, তৃণমূল বিজেপির বি টিম৷ তাহলে কি অভিযোগ সত্য হলে আমরা মেনে নেব? যদি সেটা না হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর উচিত বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করা৷ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো৷ রাজনৈতিক সংকীর্ণতা ভুলে আমরা সকলেই সরকারের পাশে দাঁড়াব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =