দিল্লি সফরে মমতার সঙ্গী হতে পারেন মুকুল রায়!

দিল্লি সফরে মমতার সঙ্গী হতে পারেন মুকুল রায়!

 

কলকাতা: সব কিছু ঠিক থাকলে জুলাইয়ের শেষ সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই বিমানে দিল্লি যেতে পারেন মুকুল রায়৷

বাংলাকে সুরক্ষিত করার পর দিদির নজরে দিল্লি৷ সেই লক্ষ্যেই এবার নজিরবিহীনভাবে দেশের রাজধানী দিল্লির রাজপথেও ২১ জুলাই শোনা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ৷ তারপরই দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী৷ দলের নির্ভরযোগ্য সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে জুলাইয়ের শেষ সপ্তাহে দিদিমনির সঙ্গে একই বিমানে দিল্লি যেতে পারেন মুকুল রায়ও৷

‘‘প্রতিবার লোকসভার অধিবেশন চালুর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আসি’’- নিজের দিল্লি সফর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে একথা বললেও তৃণমূলের অন্দরেই জোর জল্পনা শুরু হয়েছে, দিদিমনির সফরসঙ্গী হিসেবে মুকুল রায়ের নাম যুক্ত হওয়ার পর৷ দলের ওই অংশের দাবি, ২৪ এর লোকসভাকে কেন্দ্র করে দিদিমনির নজরে এখন থেকেই যে দিল্লি রয়েছে, তা সফরনামায় মুকুল রায়ের নাম অন্তর্ভুক্তি থেকেই স্পষ্ট৷

ওই অংশের মতে, বাংলা ছাড়িয়ে দিদির লক্ষ্য এখন যে দেশের অন্যান্য রাজ্যে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে৷ ত্রিপুরা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে তৃণমূলে যোগ দেওয়ার উন্মাদনা শুরু হয়েছে৷ দেশের রাজধানীতে থাকা বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট রাজ্যে সংগঠন বিস্তারের কাজ শুরু হতে পারে৷ আর এই সাংগঠনিক সলতে পাকানোর কাজটাই করবেন মুকুল রায়৷ 

এবারে ২৭ এ পা দিতে চলেছে তৃণমূল৷ একদিকে নারদ কাণ্ডে একাধিক নেতা, মন্ত্রীর নাম জড়িয়ে যাওয়া অন্যদিকে গেরুয়া ঝড়ের জেরে এবারের নির্বাচনে কার্যত বাংলার তখতে থাকা না থাকা নিয়েই প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল আস্ত তৃণমূল৷ সেখান থেকে ২১৩টি আসনে জয়৷ যার সিংহভাগ কৃতিত্বই যে নেত্রীর প্রাপ্য, তা মানছেন বিরোধী শিবিরও৷ ভোটের সময় নেত্রীর মুখে শোনা গিয়েছিল, ‘‘দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি৷ এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আগে বাংলাকে বাঁচাতে হবে৷’’ 

দলের শীর্ষস্তরের এক নেতার কথায়, ‘‘এবারের ভোটে তো আস্ত কেন্দ্রীয় সরকারই উঠে এসেছিল আমাদের বিরুদ্ধে৷ একদিকে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ, অন্যদিকে সিবিআই ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়েছিল বিজেপি৷ তারপরও বাংলার মানুষ আস্থা রেখেছেন দিদিতেই৷ বাংলা এখন সুরক্ষিত৷ তাই দেশকেও সুরক্ষিত করতে নেত্রীর চোখ এখন দিল্লি দখল৷’’ আর সেই কাজেই সলতে পাকাতে মুকুল রায়কে দিদিমনি সফরসঙ্গী করছেন বলেই মত ওই মহলের৷ যদিও দলীয়ভাবে এখনও মুকুলের দিল্লি যাওয়া নিয়ে সরাসরি হ্যাঁ কিংবা না বলা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =