Junior doctors’ strike, West Bengal healthcare crisis
আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না তাঁরা। শনিবার ফের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হলেও তাতে বরফ গলেনি। তবে শুধু আরজিকর কেন, কলকাতা তথা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবার সংকট এখনও পুরোপুরি কাটেনি। ( Junior doctors’ strike)
West Bengal junior doctors strike
নিহত তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে কমবেশি আন্দোলন এখনও চলছে বিভিন্ন হাসপাতালে। আর তাতেই চরম অসুবিধার মধ্যে পড়েছেন রোগীরা। জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে রোগীদের একটাই আর্জি,
“যে দাবিতে আপনারা আন্দোলন করছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু আমাদের কথাও একটু ভাবুন। বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেলে আমরা তো খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারব না। তবে কি আমাদের মতো দরিদ্র মানুষের প্রাণ সংশয় দেখা যাবে এই আন্দোলনের ফলে?”
West Bengal healthcare services
রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘুরলে রোগীদের মুখ থেকে এ কথাই শোনা যাচ্ছে। যেমন ধরা যাক কলকাতার এসএসকেএম হাসপাতালের কথা। ১২ বছরের এক কিশোরের নিম্নাঙ্গ অসাড় হয়ে গিয়েছে। হাঁটাচলা করতে পারছে না সে। শুক্রবার বাড়ির লোকজন তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসেছিল ভর্তি করানোর জন্য। কিন্তু তাকে ভর্তি করা যায়নি। পরিবারের লোকজন এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। তাঁদের একটাই আবেদন, আমাদের কথাও একটু ভাবুন চিকিৎসকরা!
Junior doctors strike
শুধু এসএসকেএম কেন, কলকাতার মেডিক্যাল কলেজের অবস্থাও কম বেশি একই রকম। এই পরিস্থিতিতে অনেকেই কোনও ভাবে টাকা জোগাড় করে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমনটাই কি চলতে থাকবে? চিকিৎসা পরিষেবা কি পুরোপুরি স্বাভাবিক হবে না?
West Bengal hospitals
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আবেদন করে বলেছেন জুনিয়র চিকিৎসকরা যেন কর্মবিরতি প্রত্যাহার করে পুরোদমে কাজ শুরু করে দেন। সেই ডাকে সাড়া দিয়েছেন দিল্লি এইমসের জুনিয়র চিকিৎসকরা। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি পাল্টাচ্ছে না। এমারজেন্সি সার্ভিস চালু থাকলেও সেখানে কিন্তু আগের মতো ছন্দ দেখা যাচ্ছে না। যা নিয়ে উদ্বেগ বাড়ছে রোগীদের। এই পরিস্থিতির কবে বদল হয় এখন সেটাই দেখার।
আরও পড়ুন-
‘কীর্তিমান’ সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়? যত কাণ্ড তাঁর আমলেই?
কেন আর জি করের দায়িত্বে আধাসেনা? নিজেকে প্রশ্ন করুক কলকাতা পুলিশ
India Census 2024: অবশেষে সামনের মাসেই শুরু জনগণনা! জল্পনা তুঙ্গে
ফের দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিষেক? কার্যত ছন্দহীন তৃণমূল!
Politics: Patients in West Bengal express their plea amid the ongoing junior doctors’ strike. As healthcare services remain disrupted, patients, particularly from lower-income backgrounds, urge doctors to consider their plight during this critical time.