বিজেপি’র তাণ্ডব, পাল্টা কংগ্রেসের প্রতিবাদ গুঁড়িয়ে দিল পুলিশ

কলকাতা: পুলিশের উর্দিতে কালী ছিটিয়ে প্রদেশ কংগ্রেসের দপ্তরে তাণ্ডব বিজেপির৷ রাফাল ইস্যুতে রাহুল গান্ধীর মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে কংগ্রেসের পার্টি অফিসে তাণ্ডব৷ ছেড়া হল ব্যানার, পোস্টার৷ রাহুলগান্ধীর ছবিতে কালী মাখিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাণ্ডাব৷ পাল্টা বিজেপির দপ্তর ঘেরাও কর্মসূচি শুরু হতেই পুলিশি বাধার মুখে কংগ্রেস৷ পুলিশ ও কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তাল সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর৷

বিজেপি’র তাণ্ডব, পাল্টা কংগ্রেসের প্রতিবাদ গুঁড়িয়ে দিল পুলিশ

কলকাতা: পুলিশের উর্দিতে কালী ছিটিয়ে প্রদেশ কংগ্রেসের দপ্তরে তাণ্ডব বিজেপির৷ রাফাল ইস্যুতে রাহুল গান্ধীর মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে কংগ্রেসের পার্টি অফিসে তাণ্ডব৷ ছেড়া হল ব্যানার, পোস্টার৷ রাহুলগান্ধীর ছবিতে কালী মাখিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাণ্ডাব৷ পাল্টা বিজেপির দপ্তর ঘেরাও কর্মসূচি শুরু হতেই পুলিশি বাধার মুখে কংগ্রেস৷ পুলিশ ও কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তাল সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর৷ গ্রেপ্তার বহু কংগ্রেস কর্মী৷

জানা গিয়েছে, আজ সকালে মিছিল করে এসে শ’দুয়েক বিজেপি কর্মী প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলা তাণ্ডব চালাতে শুরু করে৷ রাফাল ইস্যুতে সুপ্রিম কোর্টে রাহুল গান্ধী ক্ষমা প্রার্থনা করলেও বিজেপির কর্মীদের দাবি, প্রাক্তন সভাপতিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে৷ মূলত এই দাবি জানিয়ে মিছিল করে প্রদেশ কংগ্রেসের দপ্তর চত্বরে তাণ্ডব শুরু করেন বিজেপি কর্মীরা৷ ছেড়া হয় পোস্টার, ব্যানার৷ কংগ্রেসের পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়া হয়৷ রাহুল গান্ধীর ছবিতে কালী মাখিয়ে তোলা হয় জয় শ্রীরাম স্লোগান৷ রাহুলের ছবি ভেদ করে সেটে দেওয়া হয় বিজেপির পতাকা৷ রামলীলা ময়দান থেকে মিছিল করে বিজেপির কর্মীরা প্রদেশ কংগ্রেসের কার্যলয়ে এসে তাণ্ডব চালালেও বাধা দেয়নি পুলিশ৷ অবাধা আধঘণ্টা ধরে তাণ্ডবের উল্লাস৷ পরে পুলিশ এলেও উল্টের তাঁদের উর্দিতে ছেটানো হয় কালী৷

দলীয় কার্যালয়ে তাণ্ডবের প্রতিবাদে আজ দুপুরে পাল্টা মিছিল করে কংগ্রেস৷ বিজেপির দপ্তর ঘেরাও করার ডাক দেওয়া হয়৷ মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ৷ পুলিশি বাঁধা পেয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে ধর্নায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা৷ পরে কংগ্রেসের কর্মীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ৷ করা হয় গ্রেপ্তার৷ কংগ্রেস কর্মীদের বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয় সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে৷ সংখ্যায় কম থাকায় মিনিট ১৫-র মধ্যে কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ৷ যদিও, কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল ছিল পূর্ননির্ধারিত৷ কেন্দ্রের নীতির বিরুদ্ধে ছিল মিছিল৷ কিন্তু, সকালে বিজেপি কর্মীদের তাণ্ডবের প্রতিবাদে শুরু হয় মিছিল৷

কংগ্রেস কর্মীদের অভিযোগ, বিজেপির কর্মীরা যখন তাণ্ডব চালাল, তখন কোথায় ছিল পুলিশ৷ মিছিল করে এসে বিজেপি তাণ্ডব চালালো তখন কেন কিছু করল না পুলিশ? কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হল না৷ আর সকালের ঘটনার প্রতিবাদে দুপুরে প্রতিবাদ মিছিল শুরু হল, তখন কেন বাধা দিল পুলিশ? বিজেপির দপ্তর ঘেরাও কর্মীসূচি রুখতে কেন এত তৎপর পুলিশ? মিছিল করার দায়ে কেন কংগ্রেস কর্মীদের তুলে নিয়ে গেল পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =