বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi opposition leader)
জল্পনা চলছিল। শেষমেশ সেটাই সত্যি হল। প্রত্যাশিতভাবে লোকসভায় বিরোধী দলনেতা হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কংগ্রেস। তার আগে এ ব্যাপারে ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য দলের সঙ্গে কথাও বলেছে তারা। মঙ্গলবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সাংবাদিকদের বলেন,
“আমাদের নেত্রী সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে চিঠি দিয়ে জানিয়েছেন যে লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী।”
কোন কারণে রাহুলকে বিরোধী দলনেতা করল কংগ্রেস? (Rahul Gandhi appointed opposition leader)
রাহুল যাতে বিরোধী দল নেতা হন সে ব্যাপারে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে আগেই প্রস্তাব পাশ হয়েছিল। তখন জানা যায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল নিজেই। কোন কারণে রাহুলকে বিরোধী দলনেতা করল কংগ্রেস? ঘটনা হল লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরতে পারেনি। বারবার তাদের আলোচনায় একটা কথাই উঠে এসেছে যে, ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় আসলে নেতা নির্বাচন করা হবে।
‘শ্যাডো প্রাইম মিনিস্টার’ (Indian politics latest news)
এই পরিস্থিতিতে রাহুল বিরোধী দলনেতা হওয়ার মানে অলিখিতভাবে আগামী দিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখ হয়ে যাওয়া। কারণ বিরোধী দলনেতাকে রাজনৈতিক মহল ‘শ্যাডো প্রাইম মিনিস্টার’ হিসেবে চিহ্নিত করে। তিনি ক্যাবিনেট মন্ত্রীর সম্মান পান। যে বিষয়টি কংগ্রেসকে আরও বেশি মাইলেজ এনে দেবে কেন্দ্রীয় রাজনীতিতে।
সাংবিধানিক পদে রাহুল (Lok Sabha opposition leader)
শুধু তাই নয়, কংগ্রেস সূত্রে খবর, রাহুলকে বিরোধী দলনেতা না করা হলে সংসদে অনেক বেশি প্রচারের আলোয় চলে আসতেন ‘ইন্ডিয়া’ জোটের একাধিক তরুণ মুখ। তখন কেন্দ্রীয় রাজনীতিতে অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মতো তরুণ নেতৃত্ব আরও বেশি করে সামনে উঠে আসতেন। সেক্ষেত্রে তাঁরা প্রচারের আলো অনেকটাই শুষে নিতেন। তাই রাহুল বিরোধী দলনেতা হওয়ায় প্রচারের পুরো আলোটাই মূলত যে কংগ্রেসের উপরে থাকবে তা স্পষ্ট। উল্লেখ্য তাঁর আড়াই দশকের রাজনৈতিক কেরিয়ারে এই প্রথম কোনও সাংবিধানিক পদে বসতে চলেছেন রাহুল।
মোদীকে কাউন্টার করতে গেলে রাহুলকেই প্রয়োজন
রাহুল বারবার বলেছেন তিনি সাংগঠনিক কাজে বেশি করে মন দিতে চান। তাই বিরোধী দলনেতা হওয়ায় তিনি সংগঠনের কাজে এবার কতটা জোর দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস মনে করেছে নরেন্দ্র মোদীকে সংসদে কাউন্টার করতে গেলে রাহুলকেই প্রয়োজন। তাই এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে সোনিয়া পুত্রের কাঁধে। এই দায়িত্বে তিনি আগামী দিনে কতটা সফল হন সেদিকেই চোখ থাকবে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন-
মীনাক্ষীর নেতৃত্বে ভরসা রাখতে পারছে না সিপিএম? উঠছে নানা মত
অধীর-জল্পনা! তিনি কী এবার রাজ্যসভায়?
একটি কেন্দ্রে হার মানতে পারছে না বিজেপি, এ কোন সংকেত?
শীঘ্রই নির্বাচন, মিলবে পূর্ণ রাজ্যের মর্যাদা! কাশ্মীরে বড় ঘোষণা মোদীর
কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ কারা? তাঁদের মোকাবিলা কীভাবে?
Politics: Rahul Gandhi appointed as Opposition Leader in Lok Sabha. Read more.