পরপর দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীর উপর বিরক্ত বিজেপিই! সরানো হতে পারে অশ্বিনীকে?

Railway Minister Ashwini Vaishnaw পরপর ঘটে যাচ্ছে রেল দুর্ঘটনা। মৃত্যু হচ্ছে বহু মানুষের। আহত হচ্ছেন বহু মানুষ। একের পর এক রেল দুর্ঘটনার কারণে চরম অস্বস্তিতে…

Railway Minister Ashwini Vaishnaw

Railway Minister Ashwini Vaishnaw

পরপর ঘটে যাচ্ছে রেল দুর্ঘটনা। মৃত্যু হচ্ছে বহু মানুষের। আহত হচ্ছেন বহু মানুষ। একের পর এক রেল দুর্ঘটনার কারণে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। রেলমন্ত্রক এতটাই গুরুত্বপূর্ণ তার মন্ত্রী হিসেবে যাঁকে দায়িত্ব দেওয়া হয় তিনি সর্বক্ষণ সেটা নিয়েই ভাবনা চিন্তা করবেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, এটাই হওয়া উচিত বলে সকলে মনে করেন। কিন্তু বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেটা করছেন না বলে বিরোধীদের অভিযোগ। সবচেয়ে বড় কথা শুধু রেল নয়, তিনি একাধিক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। (Railway Minister Ashwini Vaishnaw)

Railway Minister Ashwini Vaishnaw controversy

এই পরিস্থিতিতে একের পর এক রেল দুর্ঘটনা যেভাবে ঘটছে তাতে অশ্বিনীর উপর তিতিবিরক্ত বিজেপি, এমনটাই সূত্রের খবর। জল্পনা শুরু হয়েছে যে আগামী কয়েক মাস পরেই হয়ত অশ্বিনী বৈষ্ণবকে রেলমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, পরপর দুর্ঘটনা কেন ঘটছে সেই বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের কাছ থেকে জবাব তলব করতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাও শোনা যাচ্ছে।

Railway head

এই পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে রেলমন্ত্রীকে যখন নিশানা করছেন বিরোধীরা তখন তার পাল্টা জবাব দিলেন অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার লোকসভায় বিরোধীদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন,”আপনারা মানুষকে দেখানোর জন্য রিল তৈরি করেন। আমরা সেই দলে পড়ি না। কঠোর পরিশ্রম করি আমরা।” আসলে বিরোধীদের অভিযোগ রেলমন্ত্রী সব সময় ‘রিল’ বানাতেই ব্যস্ত থাকেন। যদিও রেলমন্ত্রী সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

Minister of railways

অশ্বিনী বৈষ্ণবের হাতে রেলমন্ত্রকের পাশাপাশি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব রয়েছে। তাই তাঁকে ‘পার্টটাইম’ রেলমন্ত্রী বলে কটাক্ষ করছে বিরোধীরা। যদিও অশ্বিনী বৈষ্ণবের দাবি তাঁর আমলে রেলে ব্যাপক আধুনিকীকরণ করা হয়েছে। তবে রেল বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছরে রেলমন্ত্রী ‘বন্দে ভারত’ বা ‘বুলেট ট্রেন’ চালানো নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামিয়েছেন। তাতে অবহেলিত হয়েছে অন্যান্য ট্রেন বা সেগুলির গতিপথ।

Transport minister

রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ ঠিকঠাক হচ্ছে না বলেও তাঁদের অভিযোগ। রেল ব্যবস্থাকে ঝাঁ চকচকে দেখাতে গিয়ে কোটি কোটি যাত্রীকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলেও বিরোধীদের দাবি। এই অবস্থায় রেলমন্ত্রীর ভূমিকা নিয়ে একেবারেই খুশি নয় বিজেপি নেতৃত্ব। তাই শীঘ্রই তাঁকে সরিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন-

পদ্মে যোগ দিয়ে রাজ্যসভায় অধীর? গেরুয়া আমন্ত্রণে ত্রিপুরাবাসী

ঘুষ নেওয়ার অভিযোগে এক সঙ্গে বহু পুলিশকর্মীকে সাসপেন্ড! 

অধীর থাকায় লড়াই লড়াই গন্ধ ছিল, নয়া প্রদেশ সভাপতি চাঙ্গা করতে পারবেন দলকে?

শুধু ঠাকুরবাড়ি থেকেই ৭ জন হয়েছেন মন্ত্রী-সাংসদ-বিধায়ক! 

‘পরিবর্তন হবে হিন্দুত্ববাদেই’, ফের নিজের সিদ্ধান্তে অনড় শুভেন্দু!

রাজনীতিতে বহু অঘটনের সাক্ষী বাংলা, কিন্তু মমতা-অধীরের ‘সন্ধি’ কী কোনও দিন হবে?

সামনেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট, তাই ‘অগ্নিবীর’ নিয়ে এতটা টেনশনে বিজেপি?

পুর নিয়োগ কাণ্ড, দোষীরা শাস্তি পেলেও যোগ্যরা চাকরি ফিরে পাবেন তো?

‘রাহুলকে হিংসা করেই নাটক মমতার’, তোপ অধীরের, চেনা মেজাজেই সভাপতি

‘যে যায় লঙ্কায়’… কথাটা কতটা সত্যি বোঝাল ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের

 

Politics: Amid multiple railway accidents, BJP shows discontent with Railway Minister Ashwini Vaishnaw. Speculations arise about his possible removal. Opposition criticizes his multitasking roles. Discover the latest developments and political reactions in this unfolding story.