আরজি করের জেরে চর্চায় নেই বহু নিন্দনীয় ঘটনা! কিন্তু কতদিন?

আরজি কর-কাণ্ড: অন্তরালে বহু ঘটনা আরজি কর কাণ্ড সামনে আসার পরেই বহু নিন্দনীয় ঘটনা অন্তরালে চলে গিয়েছে। হঠাৎই সেগুলি নিয়ে আলোচনা থমকে গিয়েছে। যেমন ধরা…

Junior doctors strike West Bengal

আরজি কর-কাণ্ড: অন্তরালে বহু ঘটনা

আরজি কর কাণ্ড সামনে আসার পরেই বহু নিন্দনীয় ঘটনা অন্তরালে চলে গিয়েছে। হঠাৎই সেগুলি নিয়ে আলোচনা থমকে গিয়েছে। যেমন ধরা যাক কয়লা পাচার, গরু পাচার বা শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির ঘটনা। এছাড়া রয়েছে রেশন দুর্নীতি। বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়টিও রয়েছে। শুধু তাই নয়, আড়িয়াদহের জায়ান্ট সিং থেকে চোপড়ায় জেসিবির কুকীর্তি। তালিকা আরও লম্বা। (RG Kar Incident West Bengal)

ধামাচাপা বেশ কিছু ইস্যু

অথচ কয়েক মাস আগেও এই বিষয়গুলি নিয়েই মূলত চর্চা চলত রাজ্য জুড়ে। আড়িয়াদহ ও চোপড়ার ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এখন সেগুলি ধামাচাপা পড়ে গিয়েছে। তবে বেশিদিন সেগুলি ধামাচাপা থাকবে না। যেভাবে আরজিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, সেক্ষেত্রে আগামী দিনেও এই ইস্যুগুলি নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ আরও তীব্রতর হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। (RG Kar incident overshadows West Bengal scandals)

আরজি কর কাণ্ড: একটি অরাজনৈতিক আন্দোলন

আরজিকর কাণ্ড নিয়ে অরাজনৈতিক আন্দোলন অনেক পিছনে ফেলে দিয়েছে রাজনৈতিক দলগুলির কর্মসূচিকে। বস্তুত অরাজনৈতিক আন্দোলন যে এতটা ছাপ ফেলতে পারে সেটা ভাবা যায়নি। যা বাংলায় নিঃসন্দেহে নতুন ধারা তৈরি করল। আড়িয়াদহে মা-ছেলেকে নির্মমভাবে প্রহার করার ঘটনায় জায়ান্ট সিংয়ের নাম উঠে আসার পরেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। একই ভাবে চোপড়ায় এক যুগলকে প্রকাশ্যে নিগ্রহের ঘটনায় জেসিবিকে নিয়ে নিন্দার ঝড় ওঠে। ( Public protests against corruption)

শাসক ঘনিষ্ঠ জেসিবি ও জায়ান্ট সিং?

জেসিবি ও জায়ান্ট সিং দু’জনেই শাসকদলের ঘনিষ্ঠ বলে বিরোধীদের দাবি। সেই সমস্ত ঘটনায় তীব্র অস্বস্তি বাড়ে তৃণমূলের। কিন্তু তার জেরে রাজ্য জুড়ে সাধারণ মানুষ এভাবে কিন্তু আন্দোলনে নামেননি। মানুষ তখন সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। বিরোধীরা এই ইস্যুতে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে। কিন্তু ওই পর্যন্তই। তার বলার মতো অভিঘাত পড়তে দেখা যায়নি রাজ্য জুড়ে। (West Bengal scandals)

অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জন

কিন্তু আরজিকরের ঘটনা গোটা রাজ্য তথা দেশকে নাড়িয়ে দিয়েছে। তাই এটা ধরে নেওয়া যেতে পারে আগামী দিনে যে কোনও অন্যায় বা অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষ কমবেশি এভাবেই গর্জে উঠবেন। রাজনৈতিক রং না দেখে নিশ্চিতভাবে প্রতিবাদ করবে বাংলার মানুষ। আরজিকর আন্দোলনের মাধ্যমে সেই ট্রেন্ডের সূচনা কিন্তু হয়ে গেল। তাই যে বা যাঁরা ভাবছেন তাঁদের কুকীর্তি নিয়ে চর্চা থেমে যাবে, তাঁরা কিন্তু ভুল ভাবছেন। যে নতুন ধারায় বাংলায় অন্যায়ের প্রতিবাদ শুরু হয়েছে তা এত তাড়াতাড়ি মুছে ফেলা যাবে না। (West Bengal controversies)

আরও পড়ুন-

সত্যিই কি মমতা ‘হিংসা’ ছড়াতে চাইছেন? শাহকে কী অভিযোগ করলেন সুকান্ত?

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণেই টগবগে মেজাজে পার্থ-কেষ্ট-বালু! মিলবে জামিন?

এ যেন পাহাড় থেকে গড়িয়ে আসা পাথর! দিন দিন তীব্র হচ্ছে আরজি কর আন্দোলন

Politics: The RG Kar incident has overshadowed other major scandals in West Bengal, including coal smuggling and teacher recruitment corruption. As public protests intensify, these issues are likely to resurface in the public discourse.