RG Kar movement intensifies
উঁচু পাহাড় থেকে যখন কোনও বড় পাথর গড়িয়ে আসে তখন যত সময় যায় ততই তার গতিবেগ আরও বাড়তে থাকে। পদার্থবিদ্যার গতিবিজ্ঞান সূত্র অনুযায়ী সেটাই তো স্বাভাবিক। আরজিকর আন্দোলনের ক্ষেত্রে ঠিক সেটাই দেখা যাচ্ছে। অনেকেই ভেবেছিলেন সময় গড়ালে আন্দোলনের গতি বোধহয় কমতে থাকবে। (RG Kar movement intensifies)
RG Kar Movement Intensifies
কিন্তু কোথায় কি? যত দিন যাচ্ছে ততই আন্দোলনের গতি আরও বাড়ছে। এই আন্দোলন এতটাই গতি পেয়েছে যে, সরকারি বা সরকার পোষিত স্কুলের প্রধান শিক্ষিকা পর্যন্ত প্রকাশ্যে আরজিকর কাণ্ডের এমন প্রতিবাদ করছেন, যা পরোক্ষে বিঁধছে তৃণমূল সরকারকেই। যেমন ধরা যাক হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতির কথা।
Public movement
স্কুলের মাঠে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশে তিনি যে বক্তব্য রেখেছেন তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে,
“তোমাদের বলতে এসেছি, নিজেদের অধিকারের জন্য যে কোনও ভিক্টিমের পাশে দাঁড়াও। না হলে তুমি তোমার অধিকার কোনও দিন খুঁজে পাবে না।”
এই বক্তব্যের জন্য তাঁকে কী শো-কজ করা হয়েছে? এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মোনালিসা মাইতিকে বলতে শোনা গিয়েছে,
“আমায় এখনও কোনও শো-কজ চিঠি ধরানো হয়নি। পেলে আমি নিজের মতো করে উত্তর দেব। এমন গণ আন্দোলন নিছকই শো-কজ করে, বদলি করে থামানো যাবে না।”
RG Kar agitation
ভাবা যায়! সরকারি বেতনভুক এক প্রধানশিক্ষিকা নাম না করে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করছেন? এমনটা কিন্তু দু’সপ্তাহ আগেও দেখা যায়নি। ওই যে বললাম, যত সময় গড়াচ্ছে ততই আন্দোলনের তীব্রতা আরও বাড়ছে। শুধু এই প্রধান শিক্ষিকা নন, একাধিক স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নেতৃত্বে আরজিকর ঘটনার বিরুদ্ধে মিছিল সংঘটিত হয়েছে জেলায় জেলায়। তাতে শিক্ষা দফতর থেকে সেই সমস্ত স্কুল কর্তৃপক্ষের কাছে নোটিস পর্যন্ত গিয়েছে বলে খবর। কিন্তু তাতেও আন্দোলনের ঝাঁজ কমছে না।
Bengal politics
গৃহবধূ থেকে পরিচারিকা, অটোচালক থেকে পরিবহণকর্মী, চিকিৎসক থেকে সাফাই কর্মী, অভিনেতা থেকে ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ প্রকাশ্যে আরজিকর ঘটনার প্রতিবাদ করছেন। শুধু প্রতিবাদ করাই নয়, তাঁরা ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। একের পর এক ঘটনাক্রম তুলে ধরে তৃণমূলকে তুলোধনা করছেন সকলে। বলা যায় এতদিন যেন বাংলার মানুষ ঘুমন্ত আগ্নেয়গিরির মতো ছিলেন।
political impact
হঠাৎই জেগে উঠেছে সেই আগ্নেয়গিরি। তার প্রবল অভিঘাত পড়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যবাসীর মনে যে এমন তীব্র প্রতিবাদের সত্তা লুকিয়েছিল সেটা তাঁরা নিজেরাও জানতেন না। আজ তাঁরা কিছুতেই ভয় পাচ্ছেন না। তাঁরা ভয়কে জয় করেছেন। আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে, বর্তমান প্রেক্ষাপট দেখে সেটা কিন্তু বলাই যায়। যেটা ভাবতেও পারেনি তৃণমূল।
আরও পড়ুন-
‘আন্দোলন হোক, তবে আমাদের কথাও একটু ভাবুন চিকিৎসকরা’, কাতর আর্জি রোগীদের
কাউকেই রেয়াত নয়, আরজিকর আবহে নারী নির্যাতন নিয়ে কড়া বার্তা মোদির
Politics: The RG Kar movement in Bengal gains momentum as educators, citizens, and various professionals unite in protest against the government. What began as a localized issue now shakes the state’s political landscape.