Supreme Court ruling on shop signboards
সুপ্রিম কোর্টে ধাক্কা খেল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার। খাবার দোকানের মালিকদের নাম দোকানের উপরে সাইন বোর্ডে লিখে রাখতে হবে বলে যে নির্দেশ জারি করা হয়েছিল এই তিন রাজ্যের প্রশাসনের তরফে, সোমবার তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। (Supreme Court ruling on shop signboards)
Supreme Court rejects shop signboard rule
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছে এমন নির্দেশ কোনও রাজ্য বা পুর প্রশাসন দিতে পারে না। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই রায়ে স্বস্তি পেলেন ওই তিনটি রাজ্যের ছোট বড় দোকানদাররা।
Supreme Court Ruling
হিন্দুদের পবিত্র কানওয়ার যাত্রা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ প্রশাসন, তা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা। কয়েক লক্ষ তীর্থযাত্রী শ্রাবণ মাস জুড়ে শিবের মন্দিরে গিয়ে পূজার্চনা করবেন।
Shop Signboard Mandate
সেই সূত্রে সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার নির্দেশিকায় জানিয়েছে ওই যাত্রা পথের দু’ধারে থাকা সমস্ত খাবারের দোকান, রেস্তোরাঁর সাইনবোর্ডে বড় বড় করে লেখা থাকতে হবে দোকান মালিকের নাম। তীর্থযাত্রীদের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Madhya Pradesh Regulations
শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশ সরকারও এই নির্দেশিকা জারি করে। যথারীতি এই নির্দেশিকার প্রতিবাদ করতে শুরু করে বিজেপি বিরোধী দলগুলি। ‘মিম’ দলের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তাঁদের অভিযোগ এভাবে সংখ্যালঘুদের দ্বিতীয় সারির নাগরিক হিসেবে প্রমাণ করতে চাইছে বিজেপি।
তাঁদের কথায়,
“সরাসরি ধর্মের কথা না বললেও এভাবেই বুঝিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওই যাত্রাপথে দোকান দিতে পারবেন না।”
এরপরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। তার ভিত্তিতেই সোমবার এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন-
মহারাষ্ট্র: হাতে ৬-১০ হাজার ক্যাশ ধরিয়েও বিজেপির ভরসা উগ্র হিন্দুত্বেই?
২১-এর মঞ্চে অখিলেশ, কোন পথে ‘ইন্ডিয়া’? ‘জিঞ্জার গোষ্ঠী’ তৈরির চেষ্টা তৃণমূলের?
৭৫-এ ২! কংগ্রেসকে পরজীবী বলে মোদী কী খুব ভুল বলেছেন?
কঠিন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল বিজেপি! এরপরেও বঙ্গ জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দুরা?
৩১ বছর আগের ২১ জুলাই, আর ২০২৪-এর ২১ জুলাই! পরিস্থিতি কী বদল হয়েছে?
‘পাঁচ রাজ্যেই বিজেপি জিতবে’, অবশেষে মাঠে নামার হুংকার মোদীর!
নানা কায়দায় সন্ত্রাস চলছে কাশ্মীরে, বাড়াচ্ছে ‘হাইব্রিড টেররিজম’
সব রহস্য লুকিয়ে ওই সার্ভার-হার্ডডিস্কেই! ম্যারাথন তল্লাশির পর জেরা সিবিআইয়ের
উত্তরপ্রদেশে ‘খেলা হবে’? সরছেন যোগী? চাঞ্চল্যকর টুইট অখিলেশের!
রাজ্যে শুভেন্দু, লোকসভায় রাহুল! এই দুই বিরোধী দলনেতার তফাৎ কোথায়?
সিপিএম সবটা ভেবে বলছে তো? ‘গণশক্তি’র হেডিংয়ের মানে কী?
——————————————————————————————————————————–
Politics: Supreme Court rejects the mandate requiring food shop owners in Uttar Pradesh, Madhya Pradesh, and Uttarakhand to display their names on signboards. BJP faces setback as the ruling sparks relief among shopkeepers and controversy over religious undertones.
Supreme Court Ruling, Shop Signboard Mandate, Uttar Pradesh Shops, Madhya Pradesh, Regulations, ,Uttarakhand Laws, BJP Policies, Religious Controversy, Shopkeepers’ Rights, Legal News India,Supreme Court Decisions, Supreme Court decision, shop signboard rule, Uttar Pradesh signboard mandate, Madhya Pradesh signboard law, Uttarakhand signboard regulation, BJP controversy, religious undertones in laws, shopkeepers’ relief, legal battle over signboards, signboard mandate overturned.