পুনর্নির্বাচনের দাবি উড়িয়ে বাংলায় ফের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

কলকাতা: বলগাহীন সন্ত্রাসের বিরুদ্ধে রায়গঞ্জে ৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বাম নেতৃত্ব৷ কিন্তু, বামেদের দাবি পাত্তা না দিয়ে ফের ভোট দার্জিলিংয়ে ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের৷ দার্জিলিংয়ে উপনির্বাচন ঘোষণা কমিশনের৷ কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফায় ১৯ মে উপনির্বাচন হবে দার্জিলিংয়ে৷ লোকসভা ভোটের ফলের সঙ্গেই একসঙ্গে ২৩ মে উপনির্বাচনেরও ফল ঘোষণা। দার্জিলিং ছাড়াও আরও ৫

পুনর্নির্বাচনের দাবি উড়িয়ে বাংলায় ফের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

কলকাতা: বলগাহীন সন্ত্রাসের বিরুদ্ধে রায়গঞ্জে ৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বাম নেতৃত্ব৷ কিন্তু, বামেদের দাবি পাত্তা না দিয়ে ফের ভোট দার্জিলিংয়ে ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের৷ দার্জিলিংয়ে উপনির্বাচন ঘোষণা কমিশনের৷

কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফায় ১৯ মে উপনির্বাচন হবে দার্জিলিংয়ে৷ লোকসভা ভোটের ফলের সঙ্গেই একসঙ্গে ২৩ মে উপনির্বাচনেরও ফল ঘোষণা। দার্জিলিং ছাড়াও আরও ৫ জায়গায় উপনির্বাচন হবে৷ তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

বৃহস্পতিবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে সিপিএম। ওই কেন্দ্রে ৩০টি বুথে সিপিএম পুনরায় ভোটের দাবি করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে নেতাজি সুভাষ রোডের উপর প্রায় এক ঘণ্টা অবস্থান বিক্ষোভ করে সিপিএম। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বিজেপি ও কংগ্রেসের তরফে পুনর্নির্বাচনের কোনও দাবি সন্ধ্যা পর্যন্ত করা হয়নি।

বিজেপি তো জানিয়ে দিয়েছে, প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার ভোট অনেক শান্তিপূর্ণ হয়েছে। ভোটে ভালো ফলের আশা করছে বিজেপি। চোপড়া, ইসলামপুর ও নকশালবাড়িতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে দলের অভিযোগ। এদিনের ভোটে ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরবর্তী পর্যায় থেকে সব বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে, সেই দাবি নির্বাচন কমিশনের কাছে তুলেছে বিজেপি। কংগ্রেস এমপি প্রদীপ ভট্টাচার্য এদিন মুখ্য নিবার্চনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো মোতায়েন করা হচ্ছে না। যেখানে কেন্দ্রীয় বাহিনী রাখা দরকার, সেখানে রাজ্য পুলিস থাকছে।

এদিন সকালে দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া থেকে কিছু অভিযোগ আসে। তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বলেছেন, ওটা কোনও বড় ঘটনা হয়। ১৪ হাজার বুথের মধ্যে এক জায়গায় কিছু হলে সেটা ছোট ব্যাপার। ভোট শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী নিজেদের কাজ করেছে। ভোট যা হয়েছে, তাতে তৃণমূলের কোনও উদ্বেগের ব্যাপার নেই বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =