২৭ আসনে প্রার্থী চূড়ান্ত করল বিজেপি, দোল পূর্ণিমার পরই ঘোষণা

কলকাতা: কেন্দ্র-রাজ্য নেতৃত্বের সম্মতিতে ২৭ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল বিজেপি৷ দোল পূর্ণিমা পরই লোকসভা ভোটের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন অমিত শাহ৷ প্রথম দফায় ২৭ আসন চূড়ান্ত কররার পর ধাপে ধাপে পরবর্তি আসনেও প্রার্থী তালিকা প্রকাশিত হবে বলে বিজেপি সূত্রে খবর৷ বুধবার মধ্যরাত পর্যন্ত যে ক’টি আসনে প্রার্থীর নাম জানা গিয়েছে, সেগুলি হল:

২৭ আসনে প্রার্থী চূড়ান্ত করল বিজেপি, দোল পূর্ণিমার পরই ঘোষণা

কলকাতা: কেন্দ্র-রাজ্য নেতৃত্বের সম্মতিতে ২৭ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল বিজেপি৷ দোল পূর্ণিমা পরই লোকসভা ভোটের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন অমিত শাহ৷ প্রথম দফায় ২৭ আসন চূড়ান্ত কররার পর ধাপে ধাপে পরবর্তি আসনেও প্রার্থী তালিকা প্রকাশিত হবে বলে বিজেপি সূত্রে খবর৷ বুধবার মধ্যরাত পর্যন্ত যে ক’টি আসনে প্রার্থীর নাম জানা গিয়েছে, সেগুলি হল:

সবকিছু ঠিকঠাক থাকলে যাদবপুর কেন্দ্র থেকে লড়তে পারেন অনুপম হাজরা৷ সায়ন্তন বসু লড়বেন বসিরহাট কেন্দ্র থেকে৷ বাবুল সুপ্রিয় এবারও আসানসোল থেকে প্রার্থী হচ্ছেন৷  সৌমিত্র খান লড়বেন বিষ্ণুপুর কেন্দ্র থেকে৷ ভারতী ঘোষ লড়তে পারেন ঘাটাল থেকে৷ নিশীথ প্রামাণিক লড়বেন কোচবিহার, শমীক ভট্টাচার্য দমদম ও সৎপাল মহারাজ দার্জিলিং কেন্দ্র থেকে এবার ভোটে দাঁড়াতে পারেন বিজেপির টিকিটে৷

বিজেপির বিভিন্ন সূত্রে থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ারে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন বীরেন্দ্র ওঁরাও অথবা মনোজ টিগ্গা৷ জলপাইগুলি থেকে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অমূল্য রায় অথবা জিতেন প্রামাণিক৷ মালদহ উত্তরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন খগেন মুর্মু৷ মালদহ দক্ষিণে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শ্রীরূপা মিত্রচৌধুরী৷ জঙ্গিপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সম্রাট ঘোষ৷ বহরমপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন হুমায়ুন কবীর৷ রানাঘাটে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অর্চনা মজুমদার অথবা মানবেন্দ্র রায়৷ কৃষ্ণনগরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সত্যব্রত মুখোপাধ্যায়৷ বারাকপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অর্জুন সিংহ৷ দমদমে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শমীক ভট্টাচার্য৷ বারসতে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন মৃণাল দেবনাথ অথবা সায়ন্তন বসু৷ মথুরাপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শ্যামাপদ হালদার, আরামবাগে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন ষষ্ঠী দুবে৷ পুরুলিয়ায় নরহরি মাহাত অথবা অতুল্য মহাত৷ বাঁকুড়ায় বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সুমন মুখোপাধ্যায় অথবা রাজু বন্দ্যোপাধ্যায়৷ আসানসোলে বিজেপির সম্ভব্য প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়৷ বর্ধমান-দুর্গাপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সুভাষ সরকার৷

তবে, প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব হওয়া প্রসঙ্গে রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ওস্তাদের মার শেষ রাতে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =