বাংলার ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস

কলকাতা: বামাদের সঙ্গে জোট জল্পনায় জল ঢেলে বাংলার ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে প্রদেশ কংগ্রেস৷ বাংলায় ৪২ আসনে প্রার্থী ঘোষণা করার লক্ষ্যে নামের তালিকা হাতে আজই দিল্লি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বামফ্রন্ট জোটের স্বার্থ আঘাত করে ২৫ আসনে আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ তাতে বেশ কিছু আপত্তি রয়েছে কংগ্রেসের৷ মূলত, বামাদের

বাংলার ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস

কলকাতা: বামাদের সঙ্গে জোট জল্পনায় জল ঢেলে বাংলার ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে প্রদেশ কংগ্রেস৷ বাংলায় ৪২ আসনে প্রার্থী ঘোষণা করার লক্ষ্যে নামের তালিকা হাতে আজই দিল্লি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বামফ্রন্ট জোটের স্বার্থ আঘাত করে ২৫ আসনে আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ তাতে বেশ কিছু আপত্তি রয়েছে কংগ্রেসের৷

মূলত, বামাদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে বাংলায় একলা চলার পথে পা বাড়াচ্ছে কংগ্রেস নেতৃত্ব৷ সোমবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে বাংলায় ৪২ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে অনুমোদন চাইতে পারেন প্রদেশ সভাপতি৷ আজ, দিল্লির নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্স করার পর বাংলায় একলা চলার পথে হাটার সিদ্ধান্ত নেন প্রদেশ নেতৃত্বের৷

গত কয়েক মাস ধরেই নানা মহলে প্রশ্ন ও বিতর্ক উঠছিল বাম-কংগ্রেস ও তৃণমূল-কংগ্রেস জোট নিয়ে৷ ২৫ জানুয়ারি গৌরব গগৈ, সোমেন মিত্র-সহ আরও অনেকে বৈঠকে বসেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এআইসিসি-র পর্যবেক্ষক গৌরব গগৈ জানিয়ে দেন, তৃণমূলের সঙ্গে জোট নয়৷ রাজ্যে কোনও ভাবেই তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ হবে না৷ বিধান ভবনের বৈঠকের শেষে তৃণমূলের সঙ্গে জোটের সমস্তরকম সম্ভাবনা খারিজ করেন কংগ্রেস নেতারা৷

এর পর বামেদের সঙ্গে জোট হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লেখেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র। চিঠিতে সোমেন জানান, বিজেপিকে রুখতে ও তৃণমূলকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট করা জরুরি৷ কিন্তু, আসন সমঝোতা হওয়ার আগেই বামেদের তালিকা ঘোষণা হওয়ায় ক্ষুব্ধ হন প্রদেশ নেতৃত্ব৷ দলের অন্দরে জোট নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে৷ কংগ্রেসের নিজস্ব ক্ষমতায় ভোটে লড়াই করারও দাবি উঠতে থাকে৷ পরে, আজ দিল্লির নেতাদের সঙ্গে বৈঠকের পর একলা চলার ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =