বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আউশগ্রাম: বিজেপির প্রচার র্যালিতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ ব্লকের দিগনগর ১ পঞ্চায়েতের মালিদাপাড়ায়। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস। আক্রান্ত হয়েছেন দলের নেতা-নেত্রী ও কর্মীরা। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি সহ অন্য প্রচার গাড়ি গুলিতেও। চারটি চার চাকা গাড়ির পাশাপাশি

বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আউশগ্রাম: বিজেপির প্রচার র‍্যালিতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ ব্লকের দিগনগর ১ পঞ্চায়েতের মালিদাপাড়ায়। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস। আক্রান্ত হয়েছেন দলের নেতা-নেত্রী ও কর্মীরা। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি সহ অন্য প্রচার গাড়ি গুলিতেও। চারটি চার চাকা গাড়ির পাশাপাশি সাতটি মোটর বাইক, বেশ কয়েকটি সাইকেল ও দুটি মোটর ভ্যানে তৃণমূলের লোকজন ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব।

বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই তাঁদের প্রচার র‍্যালিতে এই হামলা ও ভাঙচুর চালান হয়েছে। বিজেপি প্রার্থী বলেন, হামলার ঘটনার সবিস্তার উল্লেখ করে তিনি আউশগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছেন। বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে আউশগ্রাম ১ ব্লক। এই আশনে মূল প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে তৃণমূল প্রার্থী অসিত মাল-এর সঙ্গে বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসের। নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এদিন আউশগ্রাম ১ ব্লকের দিগনগর অঞ্চলে প্রচার বের হন বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস।

রামপ্রসাদবাবু জানান, তিনি হুডখোলা গাড়িতে চড়ে প্রচারে বের হন। অপর বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা অন্য গাড়ি গুলিতে চড়েছিলেন। প্রার্থী রামপ্রসাদ দাস অভিযোগে করেন, তাঁদের প্রচার র‍্যালি মালিদা পাড়ায় পৌছাতেই তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা লাঠি, বাঁশ, হাসুয়া, টাঙ্গি প্রভৃতি হাতে নিয়ে তাদের উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই প্রচারে অংশ নেওয়া সকলকেই তারা মারধোর করা শুরু করেদেয়। প্রাচার গাড়িতে ভাঙুর চালানোর পাশাপাশি দলের নেতা নেত্রীদেরও মারধোর করে। যে সব কর্মী ও সমর্থকরা বাইকে ও সাইকেলে চড়ে প্রচারে অংশ নিয়েছিলেন তাদের ও মারধোর করে। ভাঙচুর চালায় বাইক ও সাইকেলে।

রামপ্রসাদ বাবু অভিযোগ তুলে বলেন, “তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের হামলার হাত থেকে আমিও রেহাই পাননি। র‍্যলিতে অংশ নেওয়া সকলেই প্রাণ ভয়ে পালাতে বাধ্য হন। ঘটনার সময় পুলিশ সেখানে থাকলেও পুলিশ কোন সক্রিয়তা দেখায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eleven =