বোলপুর: গুরু ভক্তির নিদর্শন দিতে গিয়েই যত বিপত্তি৷ কড়া সমালোচনার মুখে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি, প্রলয় নায়েক৷ যথারীতি বিতর্কের মুখে মহাগুরু তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল৷
ফেসবুকে ভাইরাল ছবিতে তাঁরই পায়ের নীচে বসে আছেন একনিষ্ঠ শিষ্য প্রলয় নায়েক৷ সঙ্গে পোস্ট করেছেন একটি লেখা যেখানে তৃণমূল জেলাসভাপতিকে ‘মহাগুরু’ সম্বোধন করে তার মানব সেবার কাহিনী তুলে ধরেছেন৷ ‘লৌহমানব’ বলেও উল্লেখ করেছেন৷
আর এতেই উঠেছে সমালোচনার ঝড়৷ প্রলয় বাবু গুরুভক্তি দেখাতে গিয়ে নিজের প্রশাসনিক পদের অমর্যাদা করেছেন বলেই মত পোষণ করেছে অনেকে৷ কারো মতে, আসলে তিনি ওই পদের যোগ্যই নন, সবই গুরুর কৃপা৷ যদিও এর সপক্ষে বেশ সুন্দর সাফাই দিয়েছেন প্রলয়বাবু৷ ওনার বক্তব্য, পাড়াতুতো সম্পর্কের খাতিরেই এতটা বাড়াবাড়ি৷ আর অন্যদিকে গুরুদেবের মুখে কুলুপ৷