ট্যাব কেনার জন্য টাকা না দেওয়ার সিদ্ধান্ত
দুর্গাপুজোয় এবার অনুদানের অঙ্ক বাড়িয়েছে রাজ্য সরকার। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে শুধু এবার নয়, গত কয়েক বছর ধরেই ধাপে ধাপে এই অনুদানের অঙ্ক বেড়েছে। কিন্তু একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এবার ট্যাব কেনার জন্য টাকা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল নবান্ন। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে রাজ্য সরকার জানিয়ে দিল একাদশ দ্বাদশের ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না। (West Bengal student tablet scheme)
‘তরুণের স্বপ্ন’
২০২১ সালে ‘তরুণের স্বপ্ন’ নামে যে প্রকল্প চালু করে রাজ্য সরকার তাতে সরকার এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়। তবে এবার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও ট্যাব কেনার জন্য ওই টাকা দেওয়া হবে বলে জানিয়েছিল নবান্ন।
ট্যাব কেনার সিদ্ধান্ত বাতিল করেছে শিক্ষা দফতর
বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যায়। কিন্তু মঙ্গলবার সরকারি সূত্রে জানা গিয়েছে আপাতত তা বাতিল করেছে শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্যাব কেনার জন্য এই টাকা আগামীদিনে দেওয়া হবে কিনা, বা দেওয়া হলে কবে দেওয়া হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
পড়ুয়াদের ‘ঘুষ’ দেওয়া হচ্ছে?
দ্বাদশের পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন ঘোষণা করার পরেই রাজ্য বিজেপি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। বিজেপির অভিযোগ এভাবে পড়ুয়াদের ‘ঘুষ’ দেওয়া হচ্ছে। উল্লেখ্য আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে স্কুলের ছাত্র-ছাত্রীরাও পথে নেমেছে। যে বিষয়টি নিয়ে তীব্র অস্বস্তিতে পড়েছে তৃণমূল সরকার।
চর্চা শুরু হয়েছে শিক্ষা জগতে
কেন স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভে অংশ নিচ্ছে, তা জানতে চেয়ে স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে জবাবদিহিও চেয়েছে শিক্ষা দফতর, এমনটাই সূত্রের খবর। এই পরিস্থিতিতে ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে না এ খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে শিক্ষা জগতে। তবে আগামী দিনে নতুন করে এ বিষয়ে রাজ্য সরকার কোনও ঘোষণা করে কিনা এখন সেটাই দেখার।
আরও পড়ুন-
বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের?
আরজি কর আবহের মধ্যে কোন তথ্য অস্বস্তি বাড়াল তৃণমূলের?
চেন সিস্টেমে এবার উঠে আসবে পরপর নাম? সন্দীপের গ্রেফতারির পর জল্পনা তুঙ্গে
লালবাজারের নতুন নির্দেশিকায় বিতর্ক, উঠছে কোন কোন প্রশ্ন?
Politics: West Bengal government has postponed the disbursement of funds for tablets for Class 11 and 12 students. The decision comes amidst the ongoing protests against the RG Kar Medical College incident.