হাসিনাকে প্রত্যর্পণের দাবি
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে কোনও রকমে ভারতে পালিয়ে এসে অস্থায়ীভাবে রয়েছেন শেখ হাসিনা। তিনি পাকাপাকিভাবে কোথায় থাকবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে তাতে ভারতে পাকাপাকিভাবে শেখ হাসিনা থেকে যাবেন এমনটা বলা যায় না। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি শেখ হাসিনাকে তাদের হাতে প্রত্যর্পণের দাবি তুলেছে। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ( India Not Obligated to Extradite Sheikh Hasina)
হাসিনাকে ফেরাতে বাধ্য ভারত?
কিন্তু বাংলাদেশ চাইলেও ভারত কিন্তু শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। কূটনৈতিক মহল এমনটাই জানাচ্ছে। কিছুদিন আগে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
“২০১৩ সালে ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল। তাই শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ভারত।”
হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ
সেক্ষেত্রে ‘খুনের আসামি’ হিসেবে ঢাকার আদালতে শেখ হাসিনার বিচার করা হবে বলেও জানিয়ে দেন ফখরুল। যদিও নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের তরফে এখনও পর্যন্ত নয়াদিল্লির কাছে এ বিষয় কিছুই বলা হয়নি। তবে হাসিনার বিরুদ্ধে খুন ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ এনে একের পর এক মামলা দায়ের হচ্ছে বাংলাদেশে।
ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি
আর ফখরুল যে দাবিই করুন না কেন, যে চুক্তির কথা বলা হচ্ছে, তাতে এই বিষয়টি কার্যকর করার প্রশ্নই ওঠে না বলে নয়াদিল্লি মনে করছে। মূলত জঙ্গি, পাচারকারী ও চোরাচালানকারীদের প্রত্যর্পণের জন্যই ভারত-বাংলাদেশের মধ্যে এই চুক্তি করা হয়েছিল। ২০১৬ সালে এই চুক্তিতে সংশোধন এনে বলা হয়, কোনও দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে দু’দেশই সেই দাবি মানতে বাধ্য থাকবে না।
কী দাবি বিএনপির?
এছাড়া চুক্তিতে আরও বলা হয়েছে কাউকে প্রত্যর্পণ করার পর তাঁর যদি দীর্ঘ কারাবাস বা প্রাণহানির আশঙ্কা থাকে, তাহলেও সেই দাবি খারিজ করা যাবে। সেই সূত্রেই বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ভারত তুলে দিতে কিন্তু বাধ্য নয়। তাই বিএনপি যে দাবি জানিয়েছে তা যদি আগামী দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও করে, তাতেও কিন্তু ভারত শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে বাধ্য নয়।
পাকাপাকিভাবে ভারতেই থাকবেন হাসিনা?
অন্তর্বর্তী সরকারের কোনও পদে নেই ফখরুল। তাই ভারত বিএনপি’র এই কথার প্রত্যাশিতভাবেই কোনও জবাব দেয়নি। তবে আগামী দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দাবি করলে তাদের কাছে এই সমস্ত যুক্তি নিশ্চিত ভাবে তুলে ধরবে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে শেখ হাসিনা আগামী দিনে পাকাপাকিভাবে কোথায় থাকবেন তা নিয়ে যথারীতি জল্পনা চলছে। যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন-
পাসপোর্ট বাতিল! এবার ঠিক কোন স্ট্যাটাসে ভারতে থাকবেন শেখ হাসিনা?
হাসিনাকে সরাতেই মোক্ষম চাল যুক্তরাষ্ট্রের! সময়ে বোঝাবে চীন, ভারতকে ভুলে গেল?
‘গণভবন’ থেকে চুরি যাওয়া হাসিনার বিড়াল বিক্রি ৪০ হাজার টাকায়! তারপর?
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফাই দেননি শেখ হাসিনা! দাবি, পুত্র জয়ের
কেন পতন হল হাসিনা সরকারের? নেপথ্যে আছে বহু কারণ
Politics: India is not obligated to extradite Sheikh Hasina to Bangladesh despite BNP’s demands, due to legal and diplomatic nuances in the extradition treaty. Explore the reasons why India can refuse and the implications for regional politics.