কলকাতা: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসকে সম্ভবত আগামী বছর পর্যন্ত মহাকাশেই আটকে থাকতে হবে৷ সম্প্রতি তাঁরা মহাকাশে একটি সমস্যার মুখে পড়েছেন৷ যার জেরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তাদের মিশনের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে।
গত ৫ জুন মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে মাত্র ৮ দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। কিন্তু এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত, এখনও মহাকাশেই আটকে রয়েছেন তাঁরা। কবে পৃথিবীতে ফিরবেন তাঁরা, তাই নিয়ে উদ্বেগে রয়েছে মহাকাশচারী মহল।
বোইং প্রথমবারের মতো মহাকাশচারীদের স্পেশ স্টেশনে পাঠিয়েছে৷ কিন্তু মহাকাশে প্রযুক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন উইলিয়ামস এবং উইলমোরের পৃথিবীতে প্রত্যাবর্তনের অনিশ্চিত হয়ে পড়েছে৷ প্রথমে ঠিক হয়েছিল ১৪ জুন তাঁরা পৃথিবীতে ফিরে আসবে৷ পরে ১ অগাস্ট দিন ঠিক হয়৷ মহাকাশযানের ব্যাটারি ৯০ দিনের জন্য রেট করা হয়েছে৷ প্রকৌশলীদের হাতেও সময় ফুরিয়ে আসছে৷
স্টারলাইনার মহাকাশযানের প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধান করতে মরিয়া৷ জানা গিয়েছে, স্টারলাইনারে হিলিয়াম গ্যাস লিক করেছে চার জায়গা থেকে। থ্রাস্টারেও সমস্যা দেখা দিয়েছে৷ উইলিয়ামস এবং উইলমোরের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাই তাদের লক্ষ্য৷ যদি সমস্যাগুলি সমাধান করা সম্ভব না হয়, তবে তাদের ফিরিয়ে আনতে অন্য একটি মহাকাশযান পাঠানো হব বলেই উল্লেখ করা হয়েছে৷