৫৪ বছরের ইতিহাসে প্রথম, বিরল বিজ্ঞান-সম্মান পেলেন বঙ্গতনয়া

৫৪ বছরের ইতিহাসে প্রথম, বিরল বিজ্ঞান-সম্মান পেলেন বঙ্গতনয়া

কলকাতা: কোয়ান্টাম রসায়ন বিদ্যায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য বিজ্ঞানের আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতির শিরোপা পেলেন এক বাঙালি। শ্রীরামপুরের বাসিন্দা দেবশ্রী ঘোষ এই শিরোপা পেলেন৷ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব কোয়ান্টাম মলিকিউলার সায়েন্সের তরফে তাঁকে বিজ্ঞান-সম্মান দেওয়া হয়৷

ভারতীয় হিসেবে দেবশ্রী ঘোষই প্রথম এই পুরস্কার পেলেন৷ পুরস্কারের ৫৪ বছরের ইতিহাসে এটাই ভারতের প্রথম সম্মান৷ বহু নোবেলজয়ী ব্যক্তি এই বিজ্ঞান সম্মান পেয়েছেন৷ দেবশ্রী কলকাতার বিজ্ঞান প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অব সায়েন্সের স্কুল অব কেমিক্যাল সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর। ২০১৭ সালে তিনি এখানে এই পদে যোগ দেন৷ শ্রীরামপুরেই কেটেছে তাঁর ছেলেবেলা৷ সেখানকার স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেন তিনি৷

এরপর ১৯৯৯ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়নে অনার্স নিয়ে দেবশ্রী পড়া শুরু করেন৷ তার পর এমএসসি করেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি) থেকে। ২০০৫ সালে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে যান পিএইচডি করতে৷ এখানেই শেষ হয়নি তাঁর পড়াশোনার পালা৷ ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে পোস্ট ডক্টরাল করেন৷ আমেরিকারই সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করেন তিনি। তারপর আবার দেশে ফিরে আসেন৷ ভারতে ফিরে আসার পর তিনি পুণেতে প্রথম চাকরিতে যোগ দেন সিএসআইআরয়ের ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে। এবার কোয়ান্টাম রসায়ন বিদ্যায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বিজ্ঞান সম্মান পেলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =