সূর্যের উত্তর-পূর্ব প্রান্তে চলছে রীতিমতো এক মহাজাগতিক প্রদর্শনী। এক বিশাল সৌর শিখা, যার নামই এখন “The Beast”৷ তার ভঙ্গিমা, আকার ও গতি দেখে বিজ্ঞানী থেকে সৌখিন জ্যোতির্বিদ, সকলেই রীতিমতো বিস্মিত। সূর্যের গায়ে যেন এক চারপেয়ে দানব হেঁটে বেড়াচ্ছে, ঠিক এমনই দৃশ্য ধরা পড়েছে দূরবীক্ষণে।
এই বিরল সৌর দৃশ্যটি ধরা পড়েছে স্কটল্যান্ডের ইনভারনেস শহরে অবস্থিত অপেশাদার জ্যোতির্বিদ ডেভিড উইলসনের লেন্সে। নিজের ব্যাকইয়ার্ড অবজারভেটরিতে বসেই তিন ঘণ্টা ধরে ‘দ্য বিস্ট’-এর নড়াচড়ার টাইম-ল্যাপস ভিডিও রেকর্ড করেছেন তিনি। তাঁর কথায়, “এটা যেন কোনও বিশাল চারপেয়ে প্রাণী, ধীরে ধীরে হাঁটছে সূর্যের গা ঘেঁষে!”
কী এই ‘দ্য বিস্ট’?
‘The Beast’ হল এক বিশাল solar prominence, সূর্যের উপর ভেসে থাকা হাইড্রোজেন প্লাজমার মেঘ, যা চৌম্বক ক্ষেত্রের জোরে গঠিত ও নিয়ন্ত্রিত। তবে এর চলাফেরা এবার কিছুটা অস্বাভাবিক, প্রায় প্রাণীর মতো। বিজ্ঞানীদের মতে, এই গঠন সূর্যের ভিতরে বড় ধরনের চৌম্বকীয় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে—যার পরিণতি হতে পারে বিশাল বিস্ফোরণ বা আকস্মিক পতন।
শুধু চোখের চমক নয়, এর প্রভাব পড়তে পারে পৃথিবীতেও The Beast solar prominence
এই সৌর শিখার সঙ্গে সংযুক্ত হয়েছে coronal hole থেকে নির্গত উচ্চ-গতির সৌর বায়ু। যার ফলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে G1 শ্রেণির হাল্কা geomagnetic storm দেখা দিতে পারে। এর সম্ভাব্য প্রভাব:
- রেডিও যোগাযোগে সাময়িক বিঘ্ন,
- পাওয়ার গ্রিডে ক্ষুদ্র গন্ডগোল,
- উত্তর গোলার্ধে অরোরার চোখধাঁধানো খেলা।
অপেশাদারদের অবদান, পেশাদারদের কৌতূহল
ডেভিড উইলসনের মতো সৌখিন জ্যোতির্বিদদের অবদান যে আজকের বিজ্ঞানের এক মূল্যবান অংশ হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর শেয়ার করা ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। পেশাদার জ্যোতির্বিজ্ঞানীরাও এখন এই মহাজাগতিক নাটকের পরবর্তী দৃশ্য দেখার অপেক্ষায়।
বিস্ফোরণ না নিঃশব্দে মিলিয়ে যাওয়া?
‘দ্য বিস্ট’ আদৌ কি কোনও ভয়ানক সৌর বিস্ফোরণে ফেটে পড়বে? না কি নিঃশব্দেই সূর্যের আড়ালে হারিয়ে যাবে? এখনও নিশ্চিত কিছু নয়। তবে এই ঘটনা আবারও প্রমাণ করে, সূর্যকে কখনও “নির্বিঘ্ন” ভাবার ভুল করা উচিত নয়। যেকোনও মুহূর্তেই সেখানে জন্ম নিতে পারে সৌর ইতিহাসের নতুন চমক।
Science: A massive “The Beast” solar prominence, resembling a walking quadruped, stuns astronomers. Captured by David Wilson in Inverness, this rare solar event indicates magnetic instability, potentially causing G1 geomagnetic storms, radio blackouts, & enhanced auroras on Earth.










