পৃথিবীর দিকে ধেয়ে আসছে দুটি বৃহৎ গ্রহাণু, সতর্ক করল NASA

কলকাতা: পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে দুটি গ্রহাণু৷ এদের নাম ২০২৪ কিউজি এবং ২০২১ আরএ১০৷ আজ, অর্থাৎ মঙ্গলবার ২৮ আগস্ট পৃথিবীর খুব কাছে চলে আসরে…

grahanu5

কলকাতা: পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে দুটি গ্রহাণু৷ এদের নাম ২০২৪ কিউজি এবং ২০২১ আরএ১০৷ আজ, অর্থাৎ মঙ্গলবার ২৮ আগস্ট পৃথিবীর খুব কাছে চলে আসরে তারা। যদিও এই মহাজাগতিক বস্তুগুলি পৃথিবীর কোনও ক্ষতি করতে পারবে না বলেই জানিয়েছে নাসা৷

প্রথম গ্রহাণু, ২০২৪ কিউজির ব্যাস প্রায় ১৩০ ফুট৷ গত ১৫ অগাস্ট হাওয়াইয়ের হালেকালাতে অবস্থিত প্যান-স্ট্যারস১ টেলিস্কোপে প্রথম ধরা পড়ে এটি। এই অ্যাস্টেরয়েডটি যখন পৃথিবীর কাছাকাছি আসবে, তখন তাদের দূরত্ব থাকবে প্রায় ১,০৩০,০০০ কিমি (প্রায় ৬৪০,০০০ মাইল)৷ যা পৃথিবী এবং চাঁদের গড় দূরত্বের তিন গুণেরও বেশি৷

দ্বিতীয় গ্রহাণু অর্থাৎ, ২০২১ আরএ১০, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর টুকসনের কাতালিনা স্কাই সার্ভে দ্বারা আবিষ্কৃত হয়৷ এটি আকারে একটু ছোট৷ এর ব্যাস আনুমানিক ৯২ ফুট। এটি পৃথিবীর কাছাকাছি আসার  নীল গ্রহের সঙ্গে এর দূরত্ব থাকবে প্রায় ১,৬২০,০০০ কিমি (প্রায় ১,০০৭,০০০ মাইল)৷