ব্রাজিলেরও বিরাট ছন্দপতন, হারতে হল ক্যামেরুনের কাছে

ব্রাজিলেরও বিরাট ছন্দপতন, হারতে হল ক্যামেরুনের কাছে

দোহা: আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স… বিশ্ব ফুটবলের এই বড় নামগুলিকে এবার কার্যত মাটি ধরিয়েছে তথাকথিত ছোট দলগুলি। গ্রুপ পর্বে হারার স্বাদ পেতে হয়েছে তাদের। এবার সেই দলে নাম লেখাল ব্রাজিলও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা হারল ক্যামেরুনের বিরুদ্ধে। স্কোর ১-০। অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে সাম্বাদের। যদিও শেষ ১৬-তে তারা আগেই পৌঁছে গিয়েছিল।

আরও পড়ুন: ভোটের মধ্যে গুজরাতে ‘বেলাইন’ মোদীর বন্দে ভারত এক্সপ্রেস! ধাক্কা দিল গরুকে

বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ২৭ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। শুক্রবার রাতে ভেঙে গেল সেই নজির। অতিরিক্ত সময়ে ভিনসেন্ট আবুবাকারের একমাত্র গোল করে ম্যাচ ছিনিয়ে নেন হলুদ বাহিনীর থেকে। ফলে যা হল, এ বারের বিশ্বকাপে গ্রুপে নিজেদের সব ম্যাচে জিততে পারল না। অপরাজিত হয়ে পরের রাউন্ডে যেতে পারল না। সেই অর্থে প্রথম টিম শেষ ম্যাচে নামায়নি ব্রাজিলও। কিন্তু  স্পেন, পর্তুগাল, ফ্রান্সের মতো তারাও জিততে পারল না।

গোটা ম্যাচে প্রচুর সুযোগ পেয়েছিল ব্রাজিল কিন্তু কাজে লাগাতে পারেনি। নেইমার না থাকলেও এই ব্রাজিলের গোল করার লোক আছে। কিন্তু অসংখ্য সুযোগ মিস দলের এই অবস্থা করল। তবে প্রশংসা করতে হবে ক্যামেরুনের গোলকিপার ডেভিস এপাসিরও। অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 12 =