মুম্বই: এবারের আইপিএলে কার্যত হতশ্রী পারফর্ম করেছে কলকাতা নাইট রাইডারস। আর দুটি ম্যাচ বাকি আছে তাদের তবে প্লে-অফে যাওয়া যে মোটামুটি অনিশ্চিত না বুঝতে কারোর বাকি নেই। একমাত্র বড় মিরাকেল হলেই কলকাতা এবার প্লে-অফ খেলতে পারে। অথচ শুরু থেকে এমন অবস্থা ছিল না কিং খানের দলের। প্রথম চার ম্যাচে তিনটেই জিতেছিল কেকেআর। তাহলে পরে হল কী? টুর্নামেন্টের শেষ লগ্নে এসে দুটি ম্যাচ জিতেছে তারা। মঙ্গলবার হারিয়েছে মুম্বইকে। তারপরেই বিস্ফোরক এক তথ্য প্রকাশ্যে এল। আর সেটা নিয়ে এলেন খোদ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন- ১৪ বছরের রেকর্ড ১ মরশুমেই ছুঁলেন কোহলি!
মুম্বইয়ের বিরুদ্ধে বড় জয়ের পর দল নির্বাচন নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরেই শ্রেয়স জানান, নতুন ব্যাটারদের পক্ষে পরিস্থিতি খুব কঠিন। তিনি নিজেও প্রথম যখন খেলতে শুরু করেছিলেন তখন এমন সমস্যার সম্মুখিন হয়েছিলেন। দল নির্বাচন নিয়ে তারা কোচের সঙ্গে আলোচনা করেন। সিইও দল নির্বাচন নিয়ে মতামত দেন! তাঁর এই মন্তব্যই আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। কেকেআর সিইও হলে ভেঙ্কি মাইসোর। তিনি আদতে ক্রিকেটের লোক নন। তাহলে তিনি সিইও হয়ে কেন দল নির্বাচনে মত দেবেন, উঠছে প্রশ্ন। আরও কৌতূহল, তাঁর ‘নাক গলানোর’ কারণেই কি দলের এই হাল? দলে ঘনঘন বদল আনা কি তাঁরই মস্তিষ্ক প্রসূত? নানাবিধ প্রশ্নের এখন জর্জরিত কেকেআর ম্যানেজমেন্ট।
কানাঘুষো শোনা যায়, কেকেআর-এ নাকি ভেঙ্কি মাইসোর শেষ কথা। দল নির্বাচন, কাকে দলে নেওয়া হবে, বাদ দেওয়া হবে, সব সিদ্ধান্ত নাকি অধিকাংশ সময় তিনিই নেই। কেকেআরে বাঙালি ক্রিকেটারদের ব্রাত্য করে থাকার পিছনে তাঁর ‘হাত’ আছে বলেও অনেকের অভিযোগ। নাইট রাইডার্সের কিছু শেয়ারও কিনেছেন তিনি।