শ্রেয়সের মন্তব্যের ভুল ব্যাখ্যা! সিইও প্রসঙ্গে দাবি কেকেআর কর্তৃপক্ষের

শ্রেয়সের মন্তব্যের ভুল ব্যাখ্যা! সিইও প্রসঙ্গে দাবি কেকেআর কর্তৃপক্ষের

মুম্বই: নাইট সংসারের এমনিতেই টালমাটাল অবস্থা। ভালো শুরু করেও এবারের আইপিএল প্লে-অফ নিশ্চিত নয়। পরপর ৫ ম্যাচ হারার পরে সবে দুটি ম্যাচ জিতেছে কেকেআর। কোনও রকমে টিকে আছে শেষ চারে যাওয়ার রাস্তা। এরই মাঝে দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। বলেন, সিইও দল নির্বাচন নিয়ে মতামত দেন! কিন্তু কেকেআর কর্তৃপক্ষ সম্পূর্ণ উলটো কথাই বলছে। তাদের বক্তব্য, শ্রেয়সের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুন- ১৪ বছরের রেকর্ড ১ মরশুমেই ছুঁলেন কোহলি!

কলকাতা নাইট রাইডার্সের দল বাছাইয়ে নাক গলান না সিইও বেঙ্কি মাইসোর। কেকেআর কর্তৃপক্ষের এক সূত্র এমনই দাবি করেছে বলে জানিয়েছে এক সংবাদসংস্থা।ওই আধিকারিকের কথা অনুযায়ী, কখনও দল নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকেননি সিইও ভেঙ্কি মাইসোর। পুরোটাই নির্ভর করে অধিনায়ক এবং কোচের ওপর। কখনও কখনও সিইও’র থেকে মতামত জানতে চাওয়া হয়, তখনই তিনি কিছু পরামর্শ দেন। এছাড়া আর বিষয়টি কিছুই নয়। চূড়ান্ত সিদ্ধান্ত কোচ এবং অধিনায়ক নেন। এক্ষেত্রে শ্রেয়স যে মন্তব্য করেছেন তা ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে মিডিয়ায়। এমনই দাবি উঠছে।

এবারের আইপিএলে কার্যত হতশ্রী পারফর্ম করেছে কলকাতা নাইট রাইডারস। আর দুটি ম্যাচ বাকি আছে তাদের তবে প্লে-অফে যাওয়া যে মোটামুটি অনিশ্চিত না বুঝতে কারোর বাকি নেই। একমাত্র বড় মিরাকেল হলেই কলকাতা এবার প্লে-অফ খেলতে পারে। অথচ শুরু থেকে এমন অবস্থা ছিল না কিং খানের দলের। প্রথম চার ম্যাচে তিনটেই জিতেছিল কেকেআর। তাহলে পরে হল কী? এই আবহেই মুম্বই ম্যাচ জেতার পর বিতর্কিত মন্তব্য করেছিলেন নাইট ক্যাপ্টেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =