খেলা ছেড়ে দেবেন তাও টিকা নেবেন না! অনড় জোকোভিচ

খেলা ছেড়ে দেবেন তাও টিকা নেবেন না! অনড় জোকোভিচ

কলকাতা: তিনি করোনা ভাইরাস ভ্যাকসিন নেননি আর নিতেও চান না। এই কারণে অস্ট্রেলিয়া গিয়ে আইনি জটিলতায় পড়তে হয়েছিল তাঁকে। খেলাও হয়নি অস্ট্রেলিয়া ওপেন ঠিক এই কারণের জন্যই। কিন্তু তাতেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না। কথা হচ্ছে নোভাক জোকোভিচের। তিনি করোনার টিকা নেবেন না বলেই ঠিক করেছেন। এও জানিয়েছেন যে, টিকা না নেওয়ার জন্য যদি তাঁকে খেলা ছেড়েও দিতে হয়, তাহলেও তিনি তা দেবেন। তাও টিকা তিনি নেবেন না।

আরও পড়ুন- গ্রুপ ডি’র পর গ্রুপ সি, এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের

ভ্যাকসিন না নিলে ফরাসি ওপেনের ক্ষেত্রেও তাঁর সঙ্গে একই ঘটনা ঘটবে যা অস্ট্রেলিয়ায় ঘটেছে, এমনই মত অনেকের। কিন্তু ‘জোকার’ নিজের সিদ্ধান্ত নিয়ে অনড়ই থাকতে চান। তিনি স্পষ্ট জানিয়েছেন, টিকা না নেওয়ার জন্য তিনি যে কোনও মুল্য চোকাতে রাজি। তাঁকে যদি খেলা ছেড়ে দিতে হয়, তাও তিনি দেবেন কিন্তু টিকা তিনি কখনই নেবেন না। ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার এহেন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অবাক করেছে বিশ্বের মানুষকে। অনেকে তাঁর ব্যক্তি স্বাধীনতা এবং সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার অনেকেই তাঁকে আক্রমণ করছেন ‘বোকামো’র জন্য। কিন্তু তিনি কেন ভ্যাকসিন নিতে চাইছেন না, তাও স্পষ্ট করেছেন জোকোভিচ। তাঁর বক্তব্য, তাঁর শরীর নিয়ে একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন। এটা তাঁর ব্যক্তি স্বাধীনতা। কোনও টুর্নামেন্ট কিংবা যে কোনও ট্রফি জয়ের থেকেও তাঁর কাছে তাঁর শরীর বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি এই টিকা নেবেন না। যদিও তিনি এও বলেছেন যে, তিনি টিকার বিরোধী নন। ভ্যাকসিন বাধ্যতামূলক করা নিয়ে তাঁর আপত্তি। তাই শুধুমাত্র নিজের জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কিছু দিন আগে এও খবর এসেছিল যে, জোকোভিচ টিকার বিরোধিতা করলেও করোনার ওষুধ প্রস্তুতকারী সংস্থার শেয়ার রয়েছে তাঁর। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি করোনা পজিটিভ হয়েও একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনিও সেই কথা কার্যত স্বীকার করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =