দোহা: আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই বছরের ফুটবল বিশ্বকাপ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই প্রথমবার কাতারে বসছে বিশ্বকাপের আসর। প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই তৎপরতা তুঙ্গে ছিল দেশে। এবার জানা গেল ভারতের এক পড়শি দেশের সেনাবাহিনী কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে। সেই নিয়ে নাকি চুক্তি হতে চলেছে অল্প দিনের মধ্যেই।
আরও পড়ুন- লর্ডসেই ফেয়ারওয়েল ম্যাচ! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ঝুলন, ইঙ্গিত BCCI-সূত্রে
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাতার বিশ্বকাপে নিরাপত্তা দিতে চলেছে পাকিস্তান সেনাবাহিনী। খুব শীঘ্রই কাতার ও পাকিস্তান সেনা একটি মউ চুক্তি সাক্ষর করতে চলেছে। এই মউ চুক্তি সাক্ষরে সম্মতি দিয়েছে কাতারের মন্ত্রিসভা। এই চুক্তি নিয়ে পাকিস্তান খুবই আশাবাদী। কারণ তাঁরা মনে করছে, এই চুক্তি হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। এমনিতেই অর্থ সঙ্কটে ধুঁকছে পাকিস্তান। একাধিক জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। তাই কাতার বিশ্বকাপের চুক্তির দিকেই তাকিয়ে আছে ভারতের পড়শি দেশ।
অন্যদিকে জানা গিয়েছে, কাতারে সেনা পাঠানো হলে ২ বিলিয়ন ডলার পাবে পাকিস্তান। পাশাপাশি সৌদি আরব থেকে এক বিলিয়ন ডলারের তেল সরবরাহ করা হবে পাকিস্তানকে। ইতিমধ্যে দু’দিনের সফরে কাতার গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চলতি সপ্তাহে চুক্তি হয়ে যাবে বলে অনুমান। তবে কত সেনা পাঠানো হবে তা এখনও নিশ্চিত হয়নি।
