গ্রুপ বিন্যাস হয়ে গেল কাতার বিশ্বকাপের, কোনটা ‘গ্রুপ অফ ডেথ’

গ্রুপ বিন্যাস হয়ে গেল কাতার বিশ্বকাপের, কোনটা ‘গ্রুপ অফ ডেথ’

কলকাতা: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এই বছর কাতারে হতে চলেছে বিশ্বকাপ তাই নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হবে। ফাইনাল ১৮ ডিসেম্বর। বিশ্বকাপের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে ইতিমধ্যে।  মোট আটটি গ্রুপের কোনটিতে কোন দল রয়েছে তা জানা গিয়েছে। কয়েকটি দেশ বাদে মোটামুটি গ্রুপ পাকা। দেখে নেওয়া যাক, কে কার বিরুদ্ধে পড়ল।

আরও পড়ুন- ফের চমক! বিশ্বের ৩ নম্বরকে হারিয়ে নতুন রেকর্ড প্রজ্ঞানন্দের

গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস

গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন

গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টা রিকা/নিউজিল্যান্ড

গ্রুপ এফ: বেলজিমায়, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

বিন্যাস যা হয়েছে তা দেখে বোঝাই যাচ্ছে যে এবারের বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথ’ হল গ্রুপ ই। মুখোমুখি হচ্ছে স্পেন এবং জার্মানি, সঙ্গে জাপান। চতুর্থ দেশটিও শক্তিশালী হতে চলেছে তা বলাই বাহুল্য। তবে ফুটবল প্রেমীদের কাছে বিরাট সুখবর যে, এই বিশ্বকাপে দেখা যাবে ব্রাজিলের নেইমার, পর্তুগালের রোনাল্ডো, আর্জেন্টিনার মেসিকে। তারকাদের খেলতে না দেখতে পেলে যে কী হত তা তারা ভাল করেই জানে। বড় রকমের আশঙ্কা ছিল যে পর্তুগাল এবার সুযোগ পাবে না বিশ্বকাপে। কিন্তু তা হয়নি। তবে অঘটন ঘটিয়ে ছিটকে গিয়েছে ইটালি। পরপর দু’বার তারা বিশ্বকাপে খেলতে পারল না। তারকা ফুটবলাদের মধ্যে দেখা যাবে না মিশরের মহম্মদ সালাহকেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 1 =