পাক বিমান হালমায় নিহত তিন আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ বয়কট

কলকাতা: সীমান্তের উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারালেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) শুক্রবার জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই হামলায় তিনজন…

 Afghan Cricketers Killed Pakistan Airstrike

কলকাতা: সীমান্তের উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারালেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) শুক্রবার জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই হামলায় তিনজন তরুণ ক্রিকেটার-সহ আটজনের মৃত্যু হয়েছে৷ সাতজন আহত৷ ঘটনাটিকে তারা বর্ণনা করেছে “পাকিস্তানি শাসন ব্যবস্থার নৃশংস কাপুরুষোচিত হামলা” হিসেবে।

প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ক্রিকেটারদের নাম কবীর, সবগাতুল্লাহ এবং হারুন। তারা উরগুন জেলা থেকে পাকতিকার রাজধানী শরানা শহরে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে বাড়ি ফেরার পর উরগুনে এক সমাবেশের সময়ই বিমান হামলার মধ্যে পড়েন তাঁরা।

এই মর্মান্তিক ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আগামী মাসে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে তারা প্রতিবাদের চিহ্ন হিসেবে নিজেদের প্রত্যাহার করছে। বোর্ডের ভাষায়, “এটি আফগান ক্রীড়া সমাজের জন্য গভীর ক্ষতি। নিহত ক্রিকেটারদের পরিবার ও পাকতিকা প্রদেশের মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”

বোর্ড আরও জানিয়েছে, “নিহতদের ক্রিকেটাকদের পরিবারের প্রতি এবং পাকতিকার মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে  আফগানিস্তানের যে ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলার কথা ছিল, সেখানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান বোর্ড।’’

রশিদ খানের ক্ষোভ Afghan Cricketers Killed Pakistan Airstrike

আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় নিহত হয়েছেন বহু মহিলা ও শিশু। পাশাপাশি প্রাণ হারিয়েছেন তরুণ ক্রিকেটাররাও, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। অসামরিক পরিকাঠামোয় এই ধরনের হামলা বর্বরোচিত ও অনৈতিক। এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

‘প্রেসিশন এয়ারস্ট্রাইক’

এদিকে, ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার রাতে পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে ‘প্রেসিশন এয়ারস্ট্রাইক’ চালিয়েছে, যাতে অন্তত ১০ জন নিহত হয়েছে। কাবুল এই হামলাকে দুই দিনের যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনা বলে অভিযোগ করেছে।

ইসলামাবাদ দাবি করেছে, সীমান্তঘেঁষা আফগান এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-সংযুক্ত হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ওই গোষ্ঠীই কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের এক সেনাশিবিরে আত্মঘাতী বিস্ফোরণ ও বন্দুক হামলার দায়ে অভিযুক্ত, যেখানে সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত হয়েছিল।

২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর এটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষগুলির একটি বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। সাম্প্রতিক এই হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে।

 

Sports: Three Afghan cricketers (Kabeer, Sibghatullah, Haroon) were tragically killed, along with five others, in a Pakistani airstrike in Paktika province. The Afghanistan Cricket Board (ACB) condemned the ‘cowardly attack’ and immediately withdrew from the upcoming tri-nation series with Pakistan and Sri Lanka as a mark of respect.