খেলা ছেড়ে ফুচকা বিক্রি করলেন ক্রিকেটের এই মহা-তারকা

খেলা ছেড়ে ফুচকা বিক্রি করলেন ক্রিকেটের এই মহা-তারকা

নয়াদিল্লি: ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে জাতীয় দল থেকে উধাও একদা ভারতের দলনায়ক তথা মিডলঅর্ডার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি৷ মাঠের বাইরে এক প্রকার অবসর জীবন যাপন করছেন মাহি৷ তবে অবসর মানে কিন্তু শুয়ে-বসে দিন গুজরান করা নয়৷ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে হরেক রকম অভিজ্ঞতা অর্জন করছেন তিনি৷

তবে শুধু মাত্র দেশের মাটিতে ভ্রমণ সীমাবদ্ধ রয়েছে, তা নয়৷ বিদেশের ও বহু জায়গায় তাঁকে দেখা যাচ্ছে৷ মাঠের বাইরেও একইরকম দক্ষতার সাথে স্বামীর নানাবিধ কাজকর্মের ছবি ইদানিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যাচ্ছে সাক্ষী ধোনিকে৷ শৈল নগরী মুসৌরী ভ্রমণ থেকে শুরু করে দুবাই ভ্রমণ সব কিছুই৷ এইরকমই একটি ভ্রমণের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

মালদ্বীপে লেন্সবন্দি ভিডিওতে দেখা যাচ্ছে, ফুচকাওয়ালার ভূমিকায় মহেন্দ্র সিং ধোনিকে৷ তিনি ফুচকা পরিবেশন করছেন৷ তবে তা আর কাউকে নয়, ভারতীয় দলের অন্য দু’জন খেলোয়ার রুদ্র প্রতাপ সিং এবং পীয়ূষ যাওলাকে৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর ধোনির ফ্যান ফলোয়ারদের মধ্যে তা বেশ উত্তেজনা সৃষ্টি করেছে৷ পছন্দের খেলোয়ার যখন পছন্দের খাবার পরিবেশন করছেন, তা তো নিঃসন্দেহেই খাবারের স্বাদে বাড়তি মাত্রা যোগ করবে, তা বলার অপেক্ষা রাখে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =