কলকাতা: ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করল ফিফা। যার জেরে এএফসি কাপে আর খেলা হচ্ছে না এটিকে মোহনবাগানের। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ছিটকে গেল দল। আগামী ৭ সেপ্টেম্বর যুবভারতী ক্রিড়াঙ্গনে আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলার কথা ছিল সবুজ-মেরুনের৷
আরও পড়ুন- ভারতীয় ফুটবলকে নির্বাসিত করল FIFA, কী হবে সুনীলদের ভবিষ্যৎ?
মোহনবাগান খেলতে না পারার জন্য এআইএফএফ-কেই দায়ী করেছেন দলের সচিব দেবাশিস দত্ত । তাঁর কথায়, “এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এআইএফএফ। তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যেই খেলার সুযোগ হারাতে হল মোহনবাগানকে। এআইএফএফ কর্তারা ক্ষমতা ধরে রাখাতেই এই জটিলতা তৈরি হল। ভারতীয় ফুটবলের এক অন্ধকার দিন।”
এএফসি কাপের যোগ্যতা অর্জন এবং গ্রুপ পর্বের ম্যাচ খেলে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল এটিকে মোহনবাগান। প্রতিটি ম্যাচই খেলা হয়েছিল যুবভারতীতে। এই প্রতিযোগিতার সেমিফাইনালও হওয়ার কথা ছিল যুবভারতীতে। কিন্তু সেমিফাইনাল আর খেলতে পারবে না মোহনবাগান।
এদিকে, নির্বাসনের জেরে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচও ভেস্তে যেতে বসেছে৷ অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়েও দেখা দিয়েছে প্রবল অনিশ্চয়তা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
