নিউ ইয়র্ক: মার্কিন মুলুকে ইতিহাস গড়লেন বঙ্গ তনয় অনির্বান লাহিড়ি৷ বিশ্বের সবচেয়ে দামি গলফ প্রতিযোগিতা আমেরিকান প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার-আপ হলেন বাংলার গলফার৷ এই প্রতিযোগিতাতেই একদা চ্যাম্পিয়ন হয়েছিলেন টাইগার উডস, গ্রেগ নরম্যানের মতো বিখ্যাত গলফাররা৷
আরও পড়ুন- এক নম্বর ‘চাকদহ এক্সপ্রেস’, ভারতের জয়ের দিনই বিশ্বরেকর্ড ঝুলনের
অল্পের জন্য চ্যাম্পিয়নের ট্রফি হাতছাড়া হয় অনির্বানের৷ রানার্স আপ হয়েই খুশি থাকতে হয় তাঁকে৷ পুরস্কার বাবদ সাড়ে ষোলো কোটি টাকা পান বাংলার গলফার৷ সব মিলিয়ে এটি মোট ১৫০ কোটি টাকার প্রতিযোগিতা। বিশ্ব গলফে যে চারটি মেজর টুর্নামেন্ট রয়েছে আমেরিকান প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ তার মধ্যে না পরলেও, এই প্রতিযোগিতার আলাদা কৌলিন্য রয়েছে৷ এটিই বিশ্বের সবথেকে বেশি পুরস্কার মূল্যের গলফ প্রতিযোগিতা৷ জয় না এলেও, এই টুর্নামেন্টের হাত ধরেই বাড়তে পারে অনির্বানের ব়্যাঙ্কিং৷ চলতি সপ্তাহে তাঁর ব়্যাঙ্কিং ছিল ৩২২৷
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ৷ তাঁর থেকে মাত্র এক শট পিছনে শেষ করেন অনির্বান৷ তিনি একটিই বড় ভুল করে ফেলেন। পার-৩ এইট অবস্থায় তাঁর শর্ট লক্ষ্যভ্রষ্ট হয়। নিজের পারফরম্যান্সে খুশি অনির্বাণ। তিনি বলেন, ‘‘সাত বছর ধরে এই টুর্নামেন্টে খেলছি। কখনও ভাল ফল হয়নি৷ আজ একটা বড় বোঝা যেন কাঁধ থেকে নামল। তবে ফিনিশিং লাইন পেরতে পারলাম না৷ এটাই আফশোস৷’’
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন অনির্বান৷ সুযোগ হাতছাড়া হওয়ার পর অনির্বান বলেন, ‘‘নিশ্চিত ভাবে চ্যাম্পিয়ন হতে পারতাম। দারুণ সুযোগও ছিল। তবে কয়েকটা ভুল করে ফেলেছি৷ এটাই গলফ।’’ তবে গত কয়েকটা বছর ভালো কাটেনি অনির্বানের৷ সাফল্য ধরা দেয়নি৷ তবে অনুশীলন চালিয়ে গিয়েছেন নিজের মতো করে৷ তাঁর কথায়, টানা দু’বছর ভালো পারফরম্যান্স হয়নি৷ সেই জায়গা থেকে এতটা এগোতে পারব ভাবিনি৷ অনেকটা হালকা লাগছে৷ এই সাফল্য আমার কাছে অনেক৷’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>