মুম্বই: আইপিএল-এর আসর মানেই গ্যালারিতে চাঁদের হাঁট৷ বাইশগজের দিওয়ালিতে সামিল হতে দেখা যায় বলিউডের তারকাদেরও৷ তবে আইপিএল-এর পরতে পরতে থাকে চমক৷ চলতি বছর বিশেষভাবে নজর কাড়ছে গ্যালারি৷ হবে নাই বা কেন? মাঠে চমকপ্রদ ব্যাটিং-বোলিং-এ ক্রিকেটাররা যখন ঝড় তুলেছেন, তখন গ্যালারিতে বসে ছক্কা হাঁকাচ্ছেন ক্রিকেটারদের সঙ্গিনীরাও৷
আইপিএলের আসরে চার-ছক্কায় উদ্যাপন দেখতে দেখতেই বারবার দর্শকদের নজর আটকাচ্ছে গ্যালারির দিকে। ভিড়ে ঠাসা স্টেডিয়ামে দর্শকের মাঝেই ঝলক মিলছে ক্রিকেটারদের সঙ্গিনীদেরও। বিরাট কোহলি হোক বা হার্দিক পাণ্ডে, রূপে-গুণে ছক্কা মারতে পিছিয়ে নেই তাঁদের সঙ্গিনীরাও। এর আগেও বহু বার মাঠে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিকেও৷
এই মুহূর্তে পুরোদস্তুর জমে উঠেছে আইপিএল৷ দেশজুড়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ এই উত্তেজনার মাঝেই সবুজের গালিচা থেকে গ্যালারিতে ভালবাসার সেতু তৈরি করেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক জয়ের মুহূর্ত তৈরি হওয়ার পরেই স্ত্রী অনুষ্কা শর্মার দিকে ছুড়ে দিলেন চুম্বন। তবে এই প্রথম বার নয়, ক্রিকেট মাঠে এর আগেও চোখে পড়েছে বিরাট-অনুষ্কার জমজমাট রসায়ন৷
সাল ২০১৮৷ স্বামী বিরাটকে সঙ্গ দিতে ইংল্যান্ড উটে গিয়েছিলেন তাঁর তারকা পত্নী। সে বার ২৩তম সেঞ্চুরি সেরে মাঠে দাঁড়িয়েই গ্যালারিতে থাকা স্ত্রীকে উড়ন্ত চুমু পাঠিয়েছিলেন বিরাট। এ ছবির সঙ্গে ক্রিকেটপ্রেমীরা বেশ পরিচিত৷ তবে শুধুমাত্র অনুষ্কা নয়, নিজেদের ব্যস্ত জীবন থেকে জীবনসঙ্গীদের জন্য সময় বার করে তাঁদের পাশে দাঁড়াতে দেখা যায় নামকরা তারকাদের। বারবার গ্যালারিতে হাজির হন তাঁরা৷ উৎসাহ যোগান সঙ্গীদের৷
চলতি বছর বলি অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন লোকেশ রাহুল। জানুয়ারি মাসেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের গলায় মালা দেন আথিয়া৷ ২০২৩-এর আইপিএল মঞ্চে গ্যালারিতে দেখা গিয়েছে সুনীল-কন্যাকেও৷
২০১৫ সালে ‘হিরো’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আথিয়ার। ২০১৯ সালে ‘মোতিচুর চকনাচুর’ ছবিতে নাওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করেন তিনি। এর পর আর বড় পর্দায় আথিয়াকে দেখা যায়নি৷ স্বামী লোকেশ রাহুলকে সমর্থন করতে আইপিএল গ্যালিরিতে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে তাঁকে৷
রাজস্থানের লেগস্পিনার যুজবেন্দ্র চহালের স্ত্রী ধনশ্রী শর্মাও রয়েছেন প্রচারমাধ্যমের পাদপ্রদীপে। বলিপাড়ার সঙ্গে যোগসূত্র রয়েছে চহাল-পত্নীরও। ধনশ্রী কেরিয়ারের শুরু করেছিলেন ডেন্টিস্ট হিসাবে৷ পরে নাচের উপর বিশেষ প্রশিক্ষণ নেন৷ বর্তমানে তিনি বলিউডের কোরিয়োগ্রাফার হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে ৫৪ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর৷
এদিকে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ফের বিয়ে করেন হার্দিক পাণ্ডে এবং নাতাশা। বাবা-মায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাতাশা এবং হার্দিকের পুত্র অগস্ত্যও। আইপিএলে গুজরাতের ম্যাচ চলাকালীন মাঝেমধ্যেই গ্যালারিতে মিলছে হার্দিক-পত্নীর ঝলক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>