Asia Cup Trophy Controversy
দুবাইতে এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল শেষ হল মাঠের লড়াইয়ের চেয়েও বড় অফ-ফিল্ড নাটক দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পরেও ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর চেয়ারম্যান মহসিন নাকভির (Mohsin Naqvi) হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকার করে। অন্যদিকে, পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) এক চাঞ্চল্যকর মন্তব্য করে বিতর্কের আগুনে আরও ঘি ঢাললেন।
‘অপারেশন সিঁদুর’ ও ম্যাচ ফি দানের ঘোষণা
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সলমন আলি আঘা ঘোষণা করেন যে, পাকিস্তানের পুরো ক্রিকেট দল তাদের ফাইনালের ম্যাচ ফি (Match Fees) দান করবে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ ক্ষতিগ্রস্ত “বেসামরিক নাগরিক ও শিশুদের”। আঘা বলেন, “একটি দল হিসেবে আমরা ভারতের আক্রমণে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিক ও শিশুদের জন্য আমাদের ম্যাচ ফি দান করার সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাঁর এশিয়া কাপের পুরো ম্যাচ ফি দেশের সশস্ত্র বাহিনী এবং পাহেলগাঁও সন্ত্রাস হামলায় (Pahalgam terror attack) নিহতদের পরিবারের জন্য দান করার কথা ঘোষণা করেন। এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে ২৬ জন নিহত হওয়ার ঘটনার ‘পাল্টা’ হিসেবেই ভারত সীমান্ত পেরিয়ে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালিয়েছিল।
ট্রফি বর্জন: ‘ক্রিকেটকে অপমান’ Asia Cup Trophy Controversy
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে ভারত দল অস্বীকৃতি জানালে তীব্র অসন্তোষ প্রকাশ করেন পাকিস্তানি অধিনায়ক। আঘা ভারতের এই পদক্ষেপকে “হতাশাজনক” বলে অভিহিত করেন এবং ক্ষোভের সাথে বলেন, “তাঁরা আমাদের সাথে হাত না মিলিয়ে বা ট্রফি না নিয়ে আমাদের নয়, বরং ক্রিকেটকেই অপমান করছেন। ভালো দল কখনও এমন কাজ করে না।”
তিনি আরও বলেন যে, পাকিস্তান দল খেলার প্রতি তাদের দায়বদ্ধতা পালন করেছে এবং ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য নিজেরাই গিয়েছিল। আঘা দাবি করেন, “আমরা নিজেদের ইচ্ছাতেই ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য (ফটোশুট) গিয়েছিলাম, কারণ আমরা আমাদের কর্তব্য পূরণ করতে চেয়েছিলাম। আমরা সেখানে দাঁড়িয়ে আমাদের মেডেল নিয়েছি। আমি কঠোর শব্দ ব্যবহার করতে চাই না, তবে তাঁরা খুবই অসম্মানজনক কাজ করেছেন।”
ভারতীয় খেলোয়াড়রা নাকভিকে স্বীকৃতি জানাননি
পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সম্প্রচারকারী সংস্থার ঘোষক সাইমন ডউল অনুষ্ঠানে শেষ দিকে জানান, “এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আমাকে জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার সংগ্রহ করবে না। এর মধ্য দিয়েই পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন শেষ হল।” পাকিস্তানের অধিনায়ক আঘা রানার্স-আপের চেক পিসিবি চেয়ারম্যান নাকভির হাত থেকে নিলেও, ভারতীয় খেলোয়াড়রা নাকভিকে স্বীকৃতি জানাননি। জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সম্পাদক দেবজিৎ শইকিয়া পরে নিশ্চিত করেন যে, এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভির হাত থেকে ট্রফি নিতে ভারত দল অস্বীকার করেছে। নাকভি পরে ট্রফি নিয়ে তাঁর হোটেলে চলে যান, ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ছাড়াই সেলিব্রেশন করতে হয় সূর্যকুমার যাদবের দলকে।
Sports: Following the Asia Cup Final win, India refused the trophy from ACC Chairman Mohsin Naqvi, escalating political tension. Pakistan Captain Salman Ali Agha called the act “disrespectful to cricket” and announced the team would donate match fees to victims of Operation Sindoor, directly countering Suryakumar Yadav’s donation pledge.










