বাংলাদেশের বিরুদ্ধে ৬২-তে অলআউট অস্ট্রেলিয়া! সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশের বিরুদ্ধে ৬২-তে অলআউট অস্ট্রেলিয়া! সিরিজ জয় বাংলাদেশের

ঢাকা: বাংলাদেশের কাছে লজ্জার হার অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরে বাংলাদেশ ছাড়তে হচ্ছে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়াকে। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে অজিরা তাদের সর্বনিম্ন ৬২ রানে অলআউট হয়ে গেল। প্রথমে ব্যাট করে মাত্র ১২২ রান তোলা সত্ত্বেও ৬০ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এদিনের ম্যাচে টি-টোয়েন্টিতে নিজের শততম উইকেটের লক্ষ্যমাত্রা অর্জন করেন বাংলাদেশের তারকা সাকিব-আল-হাসান।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিনটি ম্যাচেই অজিদের হারিয়ে সিরিজ পকেটে পুরে ফেলেন সাকিবরা। চতুর্থ ম্যাচে কোনোমতে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে নিজেদের বাঁচান ম্যাথু ওয়েডরা। সোমবার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার মেহেদি হাসান ও মহম্মদ নাইম শুরুটা ভালোই করেন। ৪২ রানের পার্টনারশিপ গড়ার পর প্রথমে অ্যাস্টন টার্নারের বলে আউট হন মেহেদি হাসান (১২ বলে ১৩ রান)। এরপর ড্যান ক্রিশ্চিয়ানের বলে আউট হন মহম্মদ নাইম (২৩ বলে ২৩ রান)। ২০ বলে ১১ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সাকিব-আল-হাসান। সৌম্য সরকারকে (১৮ বলে ১৬ রান) সাজঘরের রাস্তা দেখিয়ে দেন ড্যান ক্রিশ্চিয়ান। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ ১৪ বলে ১৯ রান করে আউট হন। নির্ধারিত ২০ ওভারের শেষে ৮ উইকেট খুইয়ে ১২২ রান করে বাংলাদেশ।

১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাথু ওয়েডের সঙ্গে ওপেন করতে নামা ড্যান ক্রিশ্চিয়ানের (৩ বলে ৩ রান) উইকেট হারায় অজিরা। ৯ বলে ৪ রান করে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন মিচেল মার্শ। অধিনায়ক ম্যাথু ওয়েডকে (২২ বলে ২২ রান) বোল্ড করেন সাকিব-আল-হাসান। ১৬ বলে ১৭ রান করার পর বেন ম্যাকডারমটকে কট অ্যান্ড বোল্ড আউট করেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। এরপর গোটা অস্ট্রেলিয়ার দল কার্যত এলো আর গেল। আর কেউ দুই সংখ্যার রানেও পৌঁছতে পারেনি। ১৩.৪ ওভারে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অজিরা। এটাই টি-টোয়েন্টিতে অজিদের সর্বনিম্ন রান। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে ২০০৫ সালে অজিদের সর্বনিম্ন রান ছিল ৭৯।

এদিন ৪ উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে নিজের শততম উইকেটের লক্ষ্যমাত্রা পেরোলেন সাকিব-আল-হাসান। এদিনের ম্যাচে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ও ২০ বলে ১১ রান করে ম্যাচের সেরাও হলেন সাকিব। শুধু ম্যাচ নয়, গোটা সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। অজিদের দেশের মাটিতে ৪-১ ব্যবধানে দুরমুশ করে নয়া ইতিহাস গড়ল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =