বিশ্বক্রিকেটের শীর্ষে জয় শাহ, দায়িত্ব নিয়েই একের পর এক ঘোষণা

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের শীর্ষে জয় শাহ৷ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন বিসিসিআই সভাপতি। ২৭ অগাস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাহ ছাড়া আর কেউই এই পদের…

jayS

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের শীর্ষে জয় শাহ৷ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন বিসিসিআই সভাপতি। ২৭ অগাস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাহ ছাড়া আর কেউই এই পদের জন্য মনোনয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে যান আমিত-পুত্র। নয়া চেয়াশাহের হিসাবে জয় শাহের নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে মাত্র ৩৫ বছর বয়সে আইসিসি-র সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় শাহ। আগামী ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন তিনি৷

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই টেস্ট ক্রিকেট নিয়ে বিবৃতি দিয়েছেন জয় শাহ৷ নিজের মেয়াদকালে টেস্ট ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি৷

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি একটি উত্তেজনাপূর্ণ ফর্ম্যাট। তবে টেস্ট ক্রিকেটকেও সবার কাছে আকর্ষণীয় করে তোলাটা সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ টেস্ট ক্রিকেটের ভিত্তি। ক্রিকেটাররাও যাতে দীর্ঘ ফরম্যাটের প্রতি আকৃষ্ট হন সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। আমি আমার মেয়াদকালে প্রতিভা অন্বেষণের জন্য একটি পৃথক কর্মসূচি গ্রহণ  করতে চাই৷ এই কর্মসূচিতে সবার সমর্থন আশা করছি।’