bishan sing
নয়াদিল্লি: ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি স্পিনার, অধিনায়ক বিষাণ সিং বেদী। তাঁর প্রয়াণের খবরে শোকাতুর দেশের ক্রীড়া মহল। দেশের ক্রিকেটের স্পিনের উত্থানের পিছনে যাদের অবদান অন্যতম, তিনিই হলেন বিষাণ। বাকি দুজনের কথা না বললেই নয়।
