কলকাতা: বয়স ছুঁই ছুঁই৷ আরও একবার বিয়ের পিড়িতে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ রবিবার অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন স্নেহাশিস৷ এর পর আগামী ৭ অগাস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে হবে প্রীতিভোজ৷ দাদার বিয়ের আমন্ত্রণপত্রে নাম রয়েছে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়েরও।
গত বছরই স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন। মহারাদের দাদার বিরুদ্ধে এফআইআর-ও হয়। মোমের সঙ্গে সম্পর্কে ইতি পড়েছে। সেই ঘটনার বছর ঘুরতেই দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন স্নেহাশিস। আগামী রবিবার দীর্ঘ দিনের বান্ধবী অর্পিতার সঙ্গে বিয়ে তাঁর৷ স্নেহাশিসের ভাবী স্ত্রী অর্পিতাও বিবাহবিচ্ছিন্না৷ কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী তিনি৷ নিজেও সফল ব্যবসায়ী। ছত্তীসগঢ়ে রাসায়নিকের ব্যবসা রয়েছে অর্পিতার। ৫৯ বছরের স্নেহাশিসের সঙ্গে বছর ৪৭-এর অর্পিতার সম্পর্ক বেশ পুরনো। সেই সম্পর্ক কোনও দিনই আড়াল করেননি দু’জনে৷