মেলবোর্নে শতরান পূজারার, দাটপ দেখাচ্ছে ভারত

মেলবোর্ন: ব্যাটসম্যানদের দাপটে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনে ২১৫ রানে ২ উইকেট স্কোর নিয়ে খেলতে নামে ভারত। পূজারা-কোহলি জুটির দাপটে অসি বোলাররা কেউই তেমন দাগ কাটতে পারেননি। এর মধ্যেই নিজের ১৭তম শতরান পূর্ণ করেন পূজারা। যখন মনে হচ্ছিল বিরাট কোহলির আরেকটা সেঞ্চুরি সময়ের অপেক্ষা, সেই সময়ই ছন্দপতন। রান তোলার গতি বাড়াতে

মেলবোর্নে শতরান পূজারার, দাটপ দেখাচ্ছে ভারত

মেলবোর্ন: ব্যাটসম্যানদের দাপটে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনে ২১৫ রানে ২ উইকেট স্কোর নিয়ে খেলতে নামে ভারত। পূজারা-কোহলি জুটির দাপটে অসি বোলাররা কেউই তেমন দাগ কাটতে পারেননি। এর মধ্যেই নিজের ১৭তম শতরান পূর্ণ করেন পূজারা। যখন মনে হচ্ছিল বিরাট কোহলির আরেকটা সেঞ্চুরি সময়ের অপেক্ষা, সেই সময়ই ছন্দপতন। রান তোলার গতি বাড়াতে গিয়ে মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হন কোহলি। অল্প সময়ের মধ্যে আউট হয়ে যান পূজারাও। যদিও ভারতের রান তোলার গতি আটকায়নি। অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা জুটি বাঁধেন। রাহানে ৩৪ রানে আউট হলেও অর্ধশতরান করেন রোহিত শর্মা। ঋষভ পন্থ করেন ৩৯ রান। ৪২৩ রানে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার হতে তিন উইকেট নেন প্যাট কামিন্স। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে আট রান করেছে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 3 =