কলকাতা: কমনওয়েলথ গেমসে আরও দুটি পদক এল ভারতের ঘরে৷ জুডোয় ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন সুশীলা দেবী। অন্য দিকে, পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বিজয় কুমার।
আরও পড়ুন- দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল, ঘানাকে ১১ গোল দিয়ে কমনওয়েলথ গেমসের যাত্রা শুরু
ফাইনাল ম্যাচে কড়া টক্কর দিয়েছিলেন সুশীলা৷ হাড্ডাহাড্ডি লড়াই করেন তিনি। তবে বুদ্ধির জোড়ে বাজিমাত করে প্রতিপক্ষ৷ ৪.২৫ মিনিটের লড়াইয়ে পরাজিত হন তিনি। এদিন সুশীলার প্রতিপক্ষ একটি বিশেষ শট খেলেন৷ যার কোনও উত্তর খুঁজে পাননি তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রুপো জিতেছিলেন সুশীলা।
সোমবার ফাইনালে উঠেই রুপো নিশ্চিত করেছিলেন সুশীলা। ক্রিড়াপ্রেমীরা ভেবেছিলেন, হয়তো সোনা আসবে৷ কিন্তু তা আর হয়নি৷ সেমিফাইনালে তিনি হারিয়েছিলেন মরিশাসের প্রিসিলা মোরান্ডকে। তার আগে কোয়ার্টার ফাইনালে মালাউইর হ্যারিয়েট বোনফেসকে পরাজিত করেন। মণিপুর পুলিশে কর্মরতা সুশীলা ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে সোনাজয়ী৷ টোকিয়ো অলিম্পিক্সে জুডোয় ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন৷ তবে অলিম্পিক্সে বিশেষ ছাপ ফেলতে পারেননি৷ প্রথম রাউন্ডেই হেরে যান।
এদিকে, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জোশুয়া কাৎজের কাছে পরাজিত হন বিজয়। তবে ‘রেপেশাজ’ লড়াইয়ে তিনি পরাজিত করেন স্কটল্যান্ডের ডিলন মুনরোকে। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ছিলেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডুলিডেস। তাঁকে মাত্র ৫৮ সেকেন্ডেই হারিয়ে দেন বিজয়। জুডোয় আরও দু’টি পদকের সম্ভাবনা তৈরি হয়েছে। পুরুষদের ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে নামতে চলেছেন জসলিন সিং সাইনি। সেমিফাইনালে স্কটল্যান্ডের ফিনলে আলানের কাছে পরাজিত হন জসলিন। এ বার অস্ট্রেলিয়ার নাথান কাৎজের বিরুদ্ধে নামবেন তিনি। অন্যদিকে, মহিলাদের ৫৭ কেজি বিভাগে সুচিকা তারিয়ালের সামনেও রয়েছে ব্রোঞ্জ জেতার হাতছানি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
