কোপার বোধনেই সাম্বা ম্যাজিকের অপেক্ষায় গোটা বিশ্ব

কোপার বোধনেই সাম্বা ম্যাজিকের অপেক্ষায় গোটা বিশ্ব

 

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সাম্বার দেশেই কোপার দামামা বাজতে চলেছে। কলম্বিয়া, আর্জেন্টিনা থেকে স্থান বদল হয়ে এবারের কোপার ডেস্টিনেশন ব্রাজিল। আর একদিন পরেই রবিবার মধ্যরাতে শুরু হয়ে যাচ্ছে এবছরের কোপা আমেরিকা। ইউরোর সঙ্গে সমানে পাল্লা দিয়ে ফুটবল ভক্তদের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে বিশ্ব ফুটবলের এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। এবার করোনার জেরে মাঠে দর্শকদের বসে খেলা দেখার অনুমতি নেই। কারণ ব্রাজিলে ভয়াবহ আকার নিয়েছে করোনা। তাই ঘরে বসেই ২৮ দিনে ২৮ টি ম্যাচ উপভোগ করবেন সমর্থকরা। আর প্রথম দিনেই ঘরের মাটিতে কোপায় সাম্বা ঝলক। প্রতিপক্ষ ভেনেজুয়েলা। তবে প্রথম ম্যাচে অবশ্যই শক্তির বিচারে অনেক এগিয়ে সাম্বারা।

এবার কোপা আমেরিকায় গ্রুপ-বি- তে রয়েছে ব্রাজিল। ওই গ্রুপে এছাড়াও রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু। ফলে ফুটবল বিশেষজ্ঞদের বিচারে গ্রুপ ফেবারিট ব্রাজিল। ব্রাজিলের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার পর ১৮ তারিখ দ্বিতীয় ম্যাচ পেরুর বিরুদ্ধে। এরপর ২৪ জুন ব্রাজিল বনাম কলম্বিয়া এবং ২৮ জুন ব্রাজিল বনাম ইকুয়েডর।

একনজরে এবার ব্রাজিলের কোপা দল-
গোলকিপার- অ্যালিসন বেকার, এডারসন মোয়েস, ওয়েভারটন।
ডিফেন্ডার- দানিলো, এমারসন, অ্যালেক্স সান্দ্রো, লোদি, ফিলিপ, থিয়াগো সিলভা, এদের মিলিটাও, মার্কুইনহোস।
মিডফিল্ডার- ক্যাসমিরো, ডগলাস লুইজ, ফ্রেড, ফ্যাবিনহো, রিবেইরো, পাকুয়েতা।
ফরোয়ার্ড- নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, এভারটন, রিচার্লিশন, ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, বারবোসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =