কলকাতা: ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। তার জেরেই নির্বাসিত করা হয়েছে তাঁকে। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) তাঁকে এই শাস্তি দিয়েছে। তবে এত দিনে দীপাকে নির্বাসিত করলেও এই শাস্তি কার্যকর হয়েছিল ২০২১ সালেই। সেই বছর অক্টোবর মাস থেকেই কোনও খেলায় অংশ নিতে পারছেন না দীপা। এখন জানা গিয়েছে, ২১ মাসের জন্য নির্বাসিত এই বাঙালি জিমন্যাস্ট। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত তাঁর আর কোনও খেলায় অংশ নেওয়া যাবে না।
আরও পড়ুন- ১৬৮ রানের ব্যবধানে কিউই বধ! টি-২০ সিরিজ জিতল ভারত
আইটিএ জানিয়েছে, হাইজিনামিন নামের একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছিল দীপা কর্মকারের শরীরে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। স্পষ্ট জানান হয়েছে, আগামী জুলাই মাস পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি। ওই নিষিদ্ধ পদার্থ পাওয়ার পর ২০২১ সালের অক্টোবর মাসেই তাঁকে নির্বাসিত করে ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক (এফআইজি) নামের একটি সংস্থা। পরে আইটিএ দীপার নমুনা পরীক্ষা করেছে। সেখানেও একই ফল পাওয়া গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চক দে টিম ইন্ডিয়া… ! ম্যাচের সেরা বাংলার তিতাস! India women team wins U-19 World Cup” width=”560″>
দীপা কর্মকার ছিলেন প্রথম ভারতীয় জিমন্যাস্ট, যিনি ২০১৬ সালে রিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। এর পর থেকে বেশ কয়েকটি চোট তাঁকে খেলা থেকে কিছুটা দূরে করে দিয়েছিল। তারপর গত বছর মার্চ মাসে হঠাৎ করেই তাঁর নির্বাসনের খবর সামনে আসে। প্রথমে বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হলেও এখন তা সত্যি প্রমাণিত হল।