৬৪ খোপের খেলায় ১৯ বছরে বিশ্বজয়, কে এই দিব্যা?

কলকাতা: ভারতের দাবার ইতিহাসে নতুন পাতার সূচনা। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকে চমকে দিলেন দিব্যা দেশমুখ। ইতিহাস গড়ে ভারতের প্রথম নারী দাবা বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি।…

Divya Deshmukh Chess Champion

কলকাতা: ভারতের দাবার ইতিহাসে নতুন পাতার সূচনা। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকে চমকে দিলেন দিব্যা দেশমুখ। ইতিহাস গড়ে ভারতের প্রথম নারী দাবা বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। সোমবার, ২৮ জুলাই, টাইব্রেকারে বর্ষীয়ান গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পিকে হারিয়ে এই গৌরব অর্জন করেন নাগপুরের এই কিশোরী।

কে এই দিব্যা দেশমুখ?

২০০৫ সালের ৯ ডিসেম্বর নাগপুরে জন্ম দিব্যার। ডাক্তার পরিবারে জন্ম, কিন্তু ছেলেবেলা থেকেই চোখে ছিল অন্য স্বপ্ন। মাত্র পাঁচ বছর বয়সে দাবার সঙ্গে পরিচয়, বাবার হাত ধরেই। সেই থেকেই সাদা-কালো ঘুঁটির জগতে তাঁর জাদুকরী সফর শুরু।

সাত বছর বয়সে প্রথম জাতীয় স্তরে সোনা জয়। এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপে সাফল্য তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২০ সালে এফআইডিই অনলাইন অলিম্পিয়াডে দলগত স্বর্ণপদক। ২০২১-এ মাত্র ১৬ বছর বয়সে ভারতের একুশতম মহিলা গ্র্যান্ডমাস্টার হন দিব্যা।

দিব্যার জয়যাত্রায় জায়গা করে নিয়েছে এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, টাটা স্টিল র‌্যাপিড চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট। বর্তমানে তাঁর এফআইডিই রেটিং যথাক্রমে: স্ট্যান্ডার্ড- ২৪২০, র‌্যাপিড – ২৪০১, ব্লিট্‌জ – ২৩৫৩। বিশ্বর‌্যাঙ্কিংয়ে তিনি ২৩১২ নম্বরে (সব দাবাড়ুদের মধ্যে), সক্রিয় মহিলা দাবাড়ুদের মধ্যে তিনি রয়েছেন ১৫১৪ নম্বরে।

 বিশ্বজয়ের দিন: জয়ের থেকেও বড়ো হল আত্মবিশ্বাস Divya Deshmukh Chess Champion

দু’টি ক্লাসিক্যাল গেম ড্র হওয়ার পর খেলা পৌঁছয় র‌্যাপিড টাইব্রেকারে। প্রথম রাউন্ডে ‘পেট্রভ’স ডিফেন্স’ দিয়ে শুরু করে ড্র করেন দিব্যা। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হাম্পি খেলেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। সাদা ঘুঁটি নিয়ে খেললেও হাম্পির চেয়ে অনেক বেশি আগ্রাসী ছিলেন দিব্যা। সময় ব্যবস্থাপনায়ও তিনি ছিলেন নিখুঁত। হাম্পির এক ভুল চাল কাজে লাগিয়ে মাত্র ৩৪টি চালে জয় ছিনিয়ে নেন দিব্যা।

তার কোচ, আন্তর্জাতিক মাস্টার শ্রীনাথ নারায়ণ বলছেন, “চাপের মুখে দিব্যার মাথা একদম ধোনির মতো ঠাণ্ডা।”

আবেগে ভেসে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন Divya Deshmukh Chess Champion

বিশ্বকাপ জয়ের পর কেঁদে ফেলেন দিব্যা। মাকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত এখন নেটদুনিয়ায় ভাইরাল। দেশের প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হলেন ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার-দুটি সম্মান একই দিনে।

নারী দাবাড়ুদের প্রতি বৈষম্য?

বিশ্বজয়ের আবেগের আড়ালে প্রশ্ন উঠেছে আরেকটি-পুরস্কারমূল্যে বৈষম্য কেন? পুরুষ ও মহিলা বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে পুরস্কারমূল্যে রয়েছে বিশাল ফারাক। পুরুষরা পান ১ লক্ষ ১০ হাজার ডলার, অথচ মহিলাদের জন্য বরাদ্দ মাত্র ৫০ হাজার ডলার।

তবু অর্থ নয়, ভারতের হয়ে প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই দিব্যার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তিনি নিজেই বলেছেন, “এই জয় শুধু আমার নয়, দেশের সব মেয়ের জন্য। যাঁরা স্বপ্ন দেখে, এই জয় তাঁদের উৎসর্গ করছি।”

Sports: Divya Deshmukh, 19, makes history as India’s first female World Chess Champion, defeating Koneru Humpy in a tiebreak. The Nagpur sensation’s remarkable journey culminates in a groundbreaking victory, though prize money disparity in women’s chess raises concerns.