মুম্বইকে চার গোল! জিতেই ডুরান্ড অভিযান শেষ করল ইস্টবেঙ্গল

মুম্বইকে চার গোল! জিতেই ডুরান্ড অভিযান শেষ করল ইস্টবেঙ্গল

কলকাতা: প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা৷ আর শেষটা হল রাজার মতো৷ শক্তিশালী মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের প্রথম জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। ৪-৩ গোলে জিতল-হলুদ বাহিনী। শনিবারের সন্ধ্যায় মুম্বই সিটিকে শুধু পরাজিতই করল না, যে ভাবে খেলল ইস্টবেঙ্গল, সেই ফর্ম ধরে  রাখতে পারলে মশালের আলো আরও তীব্র হয়ে জ্বলবে৷ এতে কোনও সন্দেহ নেই৷  

আরও পড়ুন- শেষ হল একটি যুগ, টেনিসকে বিদায় জানালেন সেরেনা

এদিন ম্যাচে জোড়া গোল করেন সুমিত পাসি। জোড়া গোল করেন ক্লেইটন সিলভাও। অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে অধিনায়কের মতোই খেললেন ক্লেইটন৷ মাঠে খেলাটাকে তৈরি করলেন, প্রবল গতিতে কাউন্টার অ্যাটাকিং, দুর্ধর্ষ ফ্রি কিকে গোল, ট্যাপ-ইনেও বল জালে জড়িয়ে দিতে ভুল করলেন না তিনি৷ তবেলএদিন ইস্টবেঙ্গল জিতলেও নক-আউটের অঙ্কে কোনও বদল এল না। 

এদিন ম্যাচের প্রথমার্ধে দু’দলই দারুণ ফুটবল খেলে। আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট প্রথম ৪৫ মিনিট৷ মাঠে হল ৬টি গোল। তিনটি  ইস্টবেঙ্গল, তিনটি মুম্বই। তবে যে সুমিত পাসিকে ইস্টবেঙ্গল সমর্থকরা এতদিন কটূ কথা শুনিয়ে, সেই তিনিই ইস্টবেঙ্গলের হয়ে খাতা খোলেন। ১৭ মিনিটের মাথায় আসে প্রথম গোল৷ এর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোলটা করে লাল-হলুদ শিবির। এবারে গোলটি করেন অধিনায়ক৷ 

দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু, তখন দুই দলের স্কোর সমান৷ কিন্তু ইস্টবেঙ্গলের জয় লেখা ছিল অদৃষ্টেই৷ ম্যাচের ৮১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ক্লেইটন৷ সেই গোল আর শোধ করতে পারেনি মুম্বই।